যুব দলের প্রস্তুতি

যুবাদের স্কিল ক্যাম্পের স্কোয়াড ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:12 বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিশ্বকাপজয়ী দলটির বেশিরভাগ ক্রিকেটারই অনূর্ধ্ব-১৯ দলে খেলার যোগ্যতা হারিয়েছেন বয়সের কারণে। তাই আগামী বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ডাক পেয়েছেন ২৮ জন ক্রিকেটার। তাদের নিয়েই বিকেএসপিতে শেষ হয়েছে ৪ সপ্তাহের আবাসিক ক্যাম্প। আগামী ১ অক্টোবর থেকে তারা আবার স্কিল ক্যাম্পে যোগ দেবেন।

এই ক্যাম্পের আগে আগামী ৩০ সেপ্টেম্বর তাদের করোনা পরীক্ষা করা হবে। এর আগে ২৮ সেপ্টেম্বর স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের ক্রীড়া পল্লি, মিরপুরে যোগ দেয়ার জন্য বলা হয়েছে।

এ ছাড়া, আসন্ন এই কন্ডিশনিং ক্যাম্পে ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করবেন কোচরা। আগামী ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর পাঁচটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:

ওপেনিং ব্যাটসম্যান: মফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শায়েখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল।

মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ।

পেসার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বাইজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মুস্তাকিম মিয়া।

স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম।

অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।