ভাইটালিটি ব্লাস্ট

আরও রেকর্ড অর্জনে নজর আফ্রিদির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:46 বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে টানা চার বলে ৪ উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। তার চারটি উইকেটই এসেছে বোল্ড থেকে।

হ্যাম্পাশায়ারের এই পেসার ১৯ রানে ৬ উইকেট নিয়েছেন। আফ্রিদির আগুন ঝরা বোলিংয়ের দিনে মিডলসেক্সকে ২০ রানের ব্যবধানে হারিয়েছে হ্যাম্পাশায়ার। তার প্রতিটি উইকেটই এসেছে বোল্ড থেকে।

কোনো পাকিস্তানি বোলার এর আগে এমন কৃতিত্ব করে দেখাতে পারেননি। এমন বিরল অর্জনের পর আফ্রিদি জানিয়েছেন, তার লক্ষ্য পাকিস্তানের হয়ে আরও এমন অর্জন নিজের করে নেয়া।

আফ্রিদি বলেন, 'আমি শুনেছি কোনো পাকিস্তানি বোলারের টি-টোয়েন্টিতে ৬টি বোল্ড নেই। আমি গর্বিত পাকিস্তানের হয়ে এই রেকর্ড অর্জন করতে পেরে। আমার লক্ষ্য পাকিস্তানের হয়ে এমন আরও অর্জন নিজের করে নেয়া। আমি আরও ভালো পারফরম্যান্স করতে চাই, যাতে মানুষ আমার নাম মনে রাখে।'

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা হয় না আফ্রিদির। এবার ঘরোয়া ক্রিকেটে নিজেকে উজার করে দিতে চান এই পেসার। 

আফ্রিদি বলেন, 'আমি অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছি। আমার লক্ষ্য সামর্থ্যের সেরাটা দিয়ে পারফরম্যান্স করা এবং পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করা। যেহেতু আমি খুব বেশি ঘরোয়া ম্যাচ খেলিনি।'