বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মেইলের অপেক্ষায় বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:50 বৃহস্পতিবার, 17 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শ্রীলঙ্কা সফর নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ এখনও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের আশা দ্রুতই অপেক্ষার অবসান হবে তাঁদের। 

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু হুট করে এসএলসি বেশ কিছু শর্ত জুড়ে দেয়ায় সফরে যেতে অস্বীকৃতি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তথা ক্রিকেট বোর্ড।

শর্ত শিথিল না করলে নিজেদের অবস্থান থেকে পিছপা হবে না বিসিবি বলেও সাফ জানিয়ে দেন পাপন। এরপর থেকে এসএলসির মেইলের অপেক্ষায় আছেন বোর্ড কর্মকর্তারা। এই প্রসঙ্গে জালাল ইউনুস আজ বলেছেন, 'আমরা এখনো ই মেইলের অপেক্ষায় আছি। আমরা এখনো পাইনি, আশাকরি কয়েকদিনের মধ্যে জানতে পারবো।'

জালাল ইউনুস আরো জানান শ্রীলঙ্কার পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসলে যেকোনো মুহূর্তে উড়াল দিতে প্রস্তুত বাংলাদেশ দল। তাঁর ভাষ্যমতে, 'আগে যেরকম প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেরকম প্রস্তুতিই নিয়ে রেখেছি। ইতিবাচক কোন উত্তর আসলে আমরা এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি নিতে পারবো। সেদিক দিয়ে আমাদের কোন অসুবিধা হবেনা। দুই একদিন হয়তো এদিক সেদিক হতে পারে।'

তবে শ্রীলঙ্কা অত্যধিক দেরি করলে সেক্ষেত্রে ভিন্ন কিছু ভাববে বিসিবি। যদিও করোনাকালে নিজেদের পক্ষ থেকে লঙ্কানদের কোনো প্রকার চাপ দেয়া হবে না বলে নিশ্চিত করেছেন জালাল ইউনুস। আগামী দুই তিন দিনের মধ্যেই অপর দিক থেকে জবাব আসবে বলেও আশা করছেন তিনি।

বিসিবির এই কর্মকর্তা বলেন, 'বেশি দেরি করলে আবার আমাদের হয়তো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।নির্দিষ্টভাবে আমাদের এখান থেকে কিছু বলা কঠিন। কারণ উত্তরটা ওখান থেকে আসবে। এটা এমন একটা জিনিস তাদের জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। এমন না যে শুধু শ্রীলঙ্কা ক্রিকেটের সিদ্ধান্ত। সুতরাং তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে। আমরা এখান থেকে চাপ দিলেও তাতে কাজ হবেনা। তারা নিজেরাই জানাবে আমাদের। তারই অপেক্ষায় আছি। পরবর্তী দুই-তিনদিনের মধ্যে আসতে পারে।'