ক্রিকফ্রেঞ্জি লাইভ

মাশরাফির সঙ্গে নিজের মিল খুঁজে পান ভিলিয়ার্স

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:56 বৃহস্পতিবার, 10 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পান এবি ডি ভিলিয়ার্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্রিকফ্রেঞ্জির লাইভ আড্ডায় এমনটাই জানিয়েছেন তারকা এই প্রোটিয়া ক্রিকেটার।

মাশরাফির মতোই ভিলিয়ার্স লড়াই করতে পছন্দ করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে মাশরাফির নেতৃত্বে খেলেছিলেন ভিলিয়ার্স। তিনি জানিয়েছেন, মাশরাফির সান্নিধ্য অনেক উপভোগ করেছেন তিনি।

এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, 'আমাদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। সেকারণে আমরা একসঙ্গে অনেকদূর যেতে পেরেছি বলে মনে হয়। যেমন সে লড়াই করতে পছন্দ করে। আমিও একই ধরণের চরিত্র। সে চাপের মুহূর্তগুলো পছন্দ করে এবং দলের জন্য ঘুরে দাঁড়াতে চায়। এমন অনেক কিছুই আমাদের মধ্যে মিল রয়েছে। একে অপরের খেলা এবং সান্নিধ্য অনেক ভালো লেগেছে।'

মাশরাফি অধিনায়ক হিসেবে বাংলাদেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন। জাতীয় দলের অনেক ক্রিকেটারের মুখেই মাশরাফির নেতৃত্বের প্রশংসা শোনা গেছে। এবার ভিলিয়ার্সও মাশরাফির নেতৃত্বের প্রশংসা করলেন।

এই সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেন, 'এই কারণে আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর অধীনে খেলতে আসলেই অনেক উপভোগ করেছি। আমরা অনেক মজা করেছি। অধিনায়ক হিসেবে আপনি পুরো দলের কথা চিন্তা করবেন, নিজের কথা না ভেবে। তাঁর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।'