ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

নাসিম এখনও অপরিণত: সোহেল তানভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:49 বৃহস্পতিবার, 03 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দলের হয়ে পাকিস্তানি ডানহাতি পেসার নাসিম শাহের অভিষেক হয়েছিল গেল বছরের নভেম্বরে; অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই থেকে এখন পর্যন্ত সাদা পোশাকে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন মাত্র ৭টি টেস্টে। এই ৭ টেস্টেই নিজের জাত চিনিয়েছেন এই পেসার। ঝুলিতে পুরেছেন ১৬টি উইকেট।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে বল হাতে জ্বলে উঠতে পারেননি এই পেসার। ৬৯.৩৩ গড়ে মাত্র তিনটি উইকেট ঝুলিতে পুরতে সক্ষম হয়েছিলেন এই কিশোর।

কিন্তু তার খেলা দেখে তাকে 'উচ্চমানের খেলোয়াড়' হিসেবে মন্তব্য করেছিলেন অনেকেই। তবে 'উচ্চমানের খেলোয়াড়' হলেও টেস্ট ক্রিকেটের জন্য নাসিম শাহ এখনও 'অপরিণত' বলে মন্তব্য করেছেন সাবেক স্বদেশী পেসার সোহেল তানভীর।

তিনি বিশ্বাস করেন এখনই পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা নেই কিশোর এই পেসারের। 'সাদা বল' নিয়ে তার আর কাজ করা দরকার বলে মনে করেন তানভীর।

সোহেল বলেন, 'আমি লাল বলের ক্রিকেটে নাসিমকে খুব বেশি রেট দিয়েছি। তবে এখনও সাদা বলের ক্রিকেটে তাঁর খেলা নিয়ে কাজ করা দরকার। খুব অল্প বয়সেই তিনি বোলিংয়ের শিল্পগুলো জানেন এবং দুইভাবেই বলটি সুইং করার ক্ষমতা রাখেন। তবে এখনও তিনি অপরিণত এবং আপনি এখনই পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ জয়ের আশা করতে পারবেন না।'

সাদা বলে পাকিস্তানের হয়ে ৭টি ম্যাচ খেললেও লাল বলে এখন পর্যন্ত জাতীয় দলে আত্মপ্রকাশ ঘটেনি নাসিমের।