যুব ক্রিকেটারদের ক্যাম্প

যুব ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:06 রবিবার, 16 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আগামী ২৩ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্প। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়েছে রবিবার (১৬ আগস্ট) থেকে।

এদিন বিসিবির মেডিক্যাল রুমে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। তাদের রিপোর্ট আগামী ২৪ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে বিসিবির মেডিক্যাল বিভাগের হাতে। এরপর তাদের ক্যাম্পে যোগ দেয়ার ছাড়পত্র দেয়া হবে।

ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে, বিসিবির একটি সূত্র। ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের মধ্যে কেউ কোভিড-১৯ পজেটিভ প্রমাণিত হলে বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত ক্রিকেটারদের ধাপে ধাপে করোনা পরীক্ষা করা হবে।

এরপর তাদের স্কিল অনুশীলন শুরু হবে ২৩ আগস্ট থেকে। ১৮ আগস্ট তাদের স্কিল অনুশীলন পর্ব শেষ হবে। এই সময়ের মধ্যে তারা নিজেদের মধ্যে ৮টি প্রস্তুতি ম্যাচ খেলবেন।

অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল:

গ্রুপ ১:

মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া রোমান, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান, হাসিব হাওলাদার।

গ্রুপ ২:

অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলি, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত, আরাফাত ইসলাম।

গ্রুপ ৩:

সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হোসেন অহিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজি সুমন, মিজবাহ আহমেদ, লিমন হোসেন, মইনুল হাসান।