আইপিএল

নেট বোলারদের নিয়ে দুবাই যাচ্ছে চেন্নাই-কলকাতা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:47 মঙ্গলবার, 11 আগস্ট, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার সংক্রমণ চলছেই। এর মধ্যেই দুবাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর বসতে যাচ্ছে। অনুশীলন সুবিধার জন্য এবার ৫০ জন নেট বোলার নিয়ে যাওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মূলত অনুর্ধ্ব-১৯, ২৩ এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে থেকে এই ৫০ জন নেট বোলারকে বাছাই করা হয়েছে। আইপিএল চলাকালে স্থানীয় বোলারদেরই নেটে ডাকা হতো। করোনার কারণে দুবাইয়ে গিয়ে সেখানকার বোলারদের নেটে ডাকা সম্ভব নয়।

কারণ জৈব সুরক্ষিত পরিবেশে অনুশীলন এবং ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে নেট বোলারের স্বল্পতাও হতে পারে। সেই কথা মাথায় রেখেই আগে থেকেই নেট বোলারদের তৈরি করে রাখা হচ্ছে। সেখান থেকেই ফ্র্যাঞ্চাইজিরা নেট বোলার বেছে নিতে পারবেন।

বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতি স্কোয়াডে ২৪ জনের বেশি ক্রিকেটার যেতে পারবে না। এর ফলে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি নেট বোলার ছাড়া দুবাইয়ে রওনা দিচ্ছে। এক্ষেত্রে কেবল ব্যক্তিক্রম কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন পিটিআইকে বলেছেন, 'সবকিছু ঠিকঠাক থাকলে ১০ জন নেট বোলার নিয়ে আমরা দুবাই যাব। টুর্নামেন্টের শুরু থেকে তারা দলের সঙ্গেই থাকবে।'

নাইটরাও নেট বোলার নিয়ে দুবাই যাওয়ার কথা বলেছে। এক কর্মকর্তা বলেছেন, ১০ জন নেট বোলার নিয়েই দুবাইয়ের বিমান ধরবে শাহরুখ খানের দল। নেট বোলার বাছাইয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে একাডেমি কোচ অভিষেক নায়ারকে।

৬ জন নেট বোলার নিচ্ছে দিল্লি ক্যাপিটেলস। তারা সবাই জৈব সুরক্ষিত পরিবেশে থাকবেন এবং দলের ব্যাটসম্যানদের সহায়তা করবেন। নিশ্চিত না হলেও রাজস্থান রয়্যালসও নেট বোলার নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।