শেখ কামালের জন্মদিন

দেশের ক্রীড়াঙ্গনের সফলতার সূচনা কামাল ভাইয়ের হাত ধরে: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:41 বুধবার, 05 আগস্ট, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ও দেশের অন্যতম শীর্ষ ক্লাব আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন আজ (৫ আগস্ট)।

শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আজ বাদ জোহর বোর্ডে কোরআন পাঠ, মিলাদ মাহফিল ও দুঃস্থদের খাবারের ব্যবস্থা করেছে বিসিবি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিজের বক্তব্যে পাপন বলেন, 'দেশে এবং বিদেশে আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে সফলতা এসেছে, তার সূচনা হয়েছে কামাল ভাইয়ের মাধ্যমে। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, সেখানে কামাল ভাইকেও হত্যা করা হয়। আজকের এই দিনে তার আত্মার মাগফেরাত কামনা করছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।'

প্রোস্টেটের অস্ত্রোপচার করাতে গত ২০ জুন লন্ডনে গিয়েছিলেন বিসিবি সভাপতি। ৮ জুলাই সেখানেই তার অপারেশন হয়েছে। এরপর দেশের বাইরেই ঈদ পালন করেন তিনি।

অপারেশন শেষে ১৪ দিন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর গত সোমবার তিনি ঢাকায় ফেরেন। বুধবার বিসিবিতে তার পা রাখার কথা থাকলেও ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি সেই কাজ সারেন।