ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভ

হাথুরুসিংহে থাকলে আমার জন্য খেলাটা সহজ হতো: আশরাফুল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 12:10 শুক্রবার, 19 জুন, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকজন কোচের অধীনে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেট থেকে অকালে নিষিদ্ধ হওয়ায় চন্দিকা হাথুরুসিংহে, স্টিভ রোডসদের মতো কোচের অধীনে খেলা হয়নি তাঁর। অবশ্য হাথুরুসিংহের অধীনে না খেললেও তাঁর গল্প প্রচুর শুনেছেন আশরাফুল। লঙ্কান এই কোচকে নিজের পছন্দের তালিকায় প্রাধান্য দিচ্ছেন তিনি।

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে আসেন আশরাফুল। সেখানে তাঁকে পছন্দের একাদশ গঠন করতে বলা হয়। সেই একাদশের কোচ হিসেবে কাকে রাখবেন সেটাও জিগ্যেস করা হয়।

জবাবে আশরাফুল বলেন, 'যদিও আমি হাথুরুসিংহের অধীনে খেলিনি। আমি ওর গল্প শুনেছি অনেক। এজন্য আমি ওকে বেছে নেবো। যারা মেরে খেলে তাদেরকে নাকি সে প্রচুর ব্যাক করে (সমর্থন যোগায়)। তাহলে আমার জন্য সহজ হতো খেলাটা।'

একাদশ গঠনের শর্ত ছিল, বর্তমান সময়ের সেরা এই একাদশে নিজেকেও রাখতে হবে আশরাফুলকে। শর্ত অনুযায়ী নিজেকে একাদশে রাখেন আশরাফুল, বেছে নেন চার নম্বর পজিশন।

পঞ্চপান্ডবের পাঁচ ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল প্রত্যাশিতভাবেই এই একাদশে আছেন।

আশরাফুলের পছন্দের বর্তমান সময়ের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।