আইপিএল ২০২০

দর্শকশূণ্য স্টেডিয়াম আর অতিথি ছাড়া বিয়ে একই কথা: ইরফান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:30 মঙ্গলবার, 16 জুন, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অনিশ্চয়তায় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। তবে বিশ্বকাপ অনিশ্চিত হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আশার বাণী শোনাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসরের আয়োজন নিয়ে। বিসিসিআই চাচ্ছে দর্শকশূণ্য স্টেডিয়ামে হলেও আইপিএল মাঠে গড়াক।

তবে দর্শকশূণ্য স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবার বিষয়ে রয়েছে বেশ মতবিরোধ। শুরু থেকেই বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার বিরোধীতা করে আসছেন ফাঁকা স্টেডিয়ামে খেলার বিষয়ে। এই তালিকায় এবারে যুক্ত হলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

ফাঁকা স্টেডিয়ামের আইপিএলকে ইরফান তুলনা করেছেন অতিথিশূন্য বিয়েবাড়ির সঙ্গে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ইরফান এ প্রসঙ্গে বলেন, ‘অতিথি ছাড়া যে কোনো বিয়ে বাড়িই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, ঠিক সে রকমই একটা অনুভূতি হবে যদি ফাঁকা স্টেডিয়ামে আইপিএল হয়। যদি দর্শকেরা খেলা দেখতে না আসে তাহলে তাই মনে হবে।’

সেইসঙ্গে ইরফান আরো বলেন, ‘তার মানে এটাও নয় যে সব সময়ই অতিথিদের নিয়েই বিয়ে হয়। তাঁদের ছাড়াও বিয়ে হয়ে থাকে, যেটা কোর্ট ম্যারেজ। মূল বিষয় হলো, বিয়ে হওয়া। তাই আইপিএলও আয়োজন করা নিয়ে কথা। আসলে ফ্যানরা স্টেডিয়ামে না এলে সেই চার বা ছক্কা মারলে কোনো রকম অনুভূতি হবে না ক্রিকেটারদের।’

গত ২৯ মার্চ আইপিএলের ১৩তম আররটি শুরু হবার কথা থাকলেও করোনার কারণে প্রাথমিকভাবে সেটি ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এরপর ভারতে লকডাউনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে অনিশ্চয়তা বাড়তে থাকে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে। তবে আশার জায়গাটুকু এই যে, টুর্নামেন্টটি এখনো বাতিল করা হয়নি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে টুর্নামেন্টটি।