ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভ

আইপিএলে খেলার ইচ্ছে আছে, লক্ষ্য নেই: তাসকিন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:48 শনিবার, 13 জুন, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বা বিগ ব্যাশ লিগের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নয়, বরঞ্চ জাতীয় দলের হয়ে তিন সংস্করণের ক্রিকেটে নিয়মিত হতে চান তাসকিন আহমেদ। তিন সংস্করণে যতগুলো ম্যাচ আছে, সবগুলোই খেলতে চান জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া এই পেসার।

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে আসেন তাসকিন। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, আইপিএল বা বিগব্যাশে খেলার কোনও ইচ্ছা তাঁর আছে কিনা।

তাসকিনের জবাবে গুরুত্ব পেয়েছে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলতে পারা। তিনি বলেন, 'মূল লক্ষ্য না (আইপিএল বা বিগব্যাশে খেলা)। কিন্তু ইচ্ছা আছে আরকি। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ দলের হয়ে তিন সংস্করণে সবগুলো ম্যাচ খেলা।

এটাই আমার গোল (মূল লক্ষ্য), বাংলাদেশ দলে ৮-১০ বছর খেলা। ফ্র্যাঞ্চাইজি লিগ বা বাইরের দেশের লিগগুলোতে খেলা একটা শখ। সুযোগ হলে খেলতে পারি। যদি সুযোগ হয় তাহলে খেলব।'

২০১৪ সালে টি-টোয়েন্টি সংস্করণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আসা তাসকিন দেশের হয়ে ৫টি টেস্ট, ৩২টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট ৬৪টি।

দেশের হয়ে শেষবার ওয়ানডে ও টেস্ট খেলেছেন ২০১৭ সালে, দক্ষিণ আফ্রিকায়। সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালে। জাতীয় দলে আবারও পুরনো রূপে ফিরে আসতে চান ডানহাতি এই পেসার।