ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভ

দাদাগিরির মতো অনুষ্ঠান সঞ্চালনা করবেন তামিম?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 14:36 রবিবার, 07 জুন, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

এই লকডাউনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটারদের সঙ্গে লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলের নব্য অধিনায়ক কি তাহলে ক্যারিয়ারের শেষে সঞ্চালনাকেই পেশা হিসেবে বেছে নেবেন, এই প্রশ্ন তৈরি হয়েছে তামিম ভক্তদের মাঝে। ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে এসে ভক্তদের মাঝে তা পরিষ্কার করেছেন তামিম।

কলকাতায় 'দাদাগিরি'র মতো জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা করে সারাবিশ্বে সমাদৃত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের কিংবদন্তি এই অধিনায়ক পশ্চিম বাংলায় সম্প্রচারিত হওয়া রিয়েলিটি শো 'কে হবে বাংলার কোটিপতি' তে-ও উপস্থাপনা করেছেন।

তামিম এমন কোনও পরিকল্পনা করছেন কিনা সেটা তাঁর কাছে জানতে চান ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভের সঞ্চালক কাজি সাবির।

উত্তরে তামিম বলেন, 'আমার মনে হয়, আমি যা-ই করি সেটা অবসরের পর। এরকম সুযোগ যদি কখনো আসে তাহলে চাইব মজাদার কিছু করতে। যেগুলোতে মানুষের সাথে একটু মজা করতে পারব। এটা আমার জন্য ভালো হবে। সিরিয়াস কিছু করাই চাইতে এটা সহজ হবে।

সাবির ভাই, আমি সবসময় একটা কথা বলি আমাকে যদি পেশাদারভাবে আপনারা এটা (সঞ্চালনা) করতে বলেন তাহলে আমি এটা জীবনেও করতে পারব না। আমি সিরিয়াস কিছু পারব না, স্বাভাবিক কিছু হয়তো পারব।'

এরপর মজার ছলে উপস্থাপক সাবির বলেন, 'আপনি যখন শুরু করলেন, তখন আসলে চিন্তায় পড়ে যাই আমরা যারা উপস্থাপনা পেশায় আছি। চোখের নিচে কালি যে পড়েছে...সেটা আপনার জন্য (হাসি)।'

তামিমের বিভিন্ন লাইভে সতীর্থদের মধ্যে ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, লিটন দাস, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসির হোসেন ও রুবেল হোসেন।

জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট ও মিনহাজুল আবেদিন নান্নু।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি, ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ভারতের রঙিন পোশাকের ক্রিকেটের সহ-অধিনায়ক রোহিত শর্মা, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে লাইভে আনেন তামিম।