বাংলাদেশ ক্রিকেট

সালাহউদ্দিন স্যারকে বাঘের মতো ভয় পেতাম: মুমিনুল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:13 শুক্রবার, 22 মে, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ক্রিকেটে হাতেখড়ি কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের মাধ্যমে। বিকেএসপিতে সালাহউদ্দিনের আদর ও শাসনে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাসির হোসেনদের মতো বেড়ে উঠেছেন মুমিনুল হকও।

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে নিজের ক্যারিয়ারের বিভিন্ন গতিপথ নিয়ে আলোচনায় ছিলেন মুমিনুল। সেখানেই কোচ সালাহউদ্দিনের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ পায়।

মুমিনুল বলেন, 'বিকেএসপিতে আমি ক্লাস সেভেনে থাকতে স্যারকে প্রথম দেখি। তখন আমাদের প্রচুর শাস্তি পেতে হতো। এমনকি অনুশীলন যা হতো, তার চেয়ে শাস্তি বেশি হতো। তো নিয়ম-কানুন বেশি ছিল। স্যারকে আমরা সবাই বাঘের মতো ভয় পেতাম।

তখন তো সবাই ছোট। আল্লাহর রহমতে, এখন জাতীয় দলে খেলছি। তো স্যারের সাথে সম্পর্ক অনেক ভালো, অনেক ফ্রি। ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হয়। তর্কও হয়। মাঝেমধ্যে ক্রিকেট নিয়ে খুব তর্ক হয় স্যারের সাথে।'

মুমিনুলের ক্যারিয়ারের বাজে সময়গুলোতে সঙ্গ দিয়েছেন সালাহউদ্দিন। ব্যাটিং দুর্বলতা ধরিয়ে দেয়া থেকে শুরু করে মুমিনুলের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়েও কাজ করেছেন তিনি। বিকেএসপি'র সেই বন্ধনই তাদের মাঝে অন্যরকম সুসম্পর্ক গড়ে তুলেছে।

মুমিনুল আরও বলেন, 'বিকেএসপিতে আসলে নিয়ম অনেক বেশি। আগে যেটা ছিল, কোনও একটা গ্রুপের একজন অপরাধ করলে বা নিয়ম অমান্য করলে সবাই শাস্তি পেত। এখন নিয়মটা আছে কিনা আমি জানি না। তো আমাদের অনেক নিয়মে থাকতে হতো আরকি।'