নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া নারীদের বিশ্বরেকর্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:43 শুক্রবার, 28 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। থাইল্যান্ড নারী দলের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯৫ রান করেছে প্রোটিয়া নারীরা।

সেঞ্চুরি পেয়েছেন ওপেনার লিজেল লি। ৬০ বলে ১৬টি চার ও তিনটি ছক্কায় ১০১ রান করেন এই প্রোটিয়া ওপেনার। এছাড়া সুন লুইস করেন ৪১ বলে ৬১* রান। শেষদিকে ১১ বলে ২৪ রানের ক্যামিও খেলেন ক্লো ট্রায়ন।

এর আগে ২০১৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে ১৯৪ রান করে ভারত। নারী ক্রিকেটে এতদিন সেটাই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

চলমান আসরে বাংলাদেশের বিপক্ষে এক উইকেটে ১৮৯ রান করে অস্ট্রেলিয়া। এই দলীয় সর্বোচ্চ রান আছে উক্ত তালিকার চার নম্বরে আছে।

রেকর্ড দলীয় সংগ্রহের ম্যাচে থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করেছে ডেন ভ্যান নাইকার্কের দল। প্রোটিয়ারা জিতেছে ১১৩ রানের বিশাল ব্যবধানে। একইসঙ্গে দুই ম্যাচে দুই জয় নিয়ে বি গ্রুপ পয়েন্ট তালিকার শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকার নারী দল।

এদিকে দুই ম্যাচে দুটি হার নিয়ে এ গ্রুপ পয়েন্ট তালিকার তলানিতে আছে বাংলাদেশ নারী দল।