বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

অস্ট্রেলিয়া-ভারতের উদাহরণ টানলেন আল আমিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:51 বুধবার, 26 ফেব্রুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর আগে টানা ৬ টেস্টে হেরেছে টাইগাররা। ক্রিকেটে যেকোনো দলের এমন বাজে সময় যেতেই পারে বলে মনে করেন আল আমিন হোসেন।

বাজে সময়ের উদাহরণ টানতে গিয়ে অস্ট্রেলিয়া এবং ভারতের কথা বলেছেন এই পেসার। দুটি দলই বাজে সময় কাটাচ্ছে এখন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে হেরেছে অস্ট্রেলিয়া।

আর নিউজিল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিলেও ওয়ানডে সিরিজে ৩-০ এবং প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছে বিরাট কোহলির দল। তাই বাংলাদেশের পাফরম্যান্সকে স্বাভাবিক ভাবেই দেখছেন তিনি।

এ প্রসঙ্গে আল আমিন বলেন, 'ক্রিকেটে তো উত্থান পতন থাকেই। বাংলাদেশ টিম কখনও খুব ভালো খেলে কখনও একটু খারাপ খেলে। আমার খারাপ খেলে ভালো খেলে। এটাই ক্রিকেটের নিয়ম। অস্ট্রেলিয়া কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের সাথে হেরে গেছে। ইন্ডিয়া দেখেন নিউজিল্যান্ডের সাথে টেস্ট তিন চার দিনে হেরে যাচ্ছে ১০ উইকেটে।'

আন্তর্জাতিক টেস্ট অঙ্গনে মাত্র দুই দশক পার করেছে বাংলাদেশ। সেই হিসেবে ভারত-অস্ট্রেলিয়া অনেক আগে থেকে টেস্ট খেলছে। সেই হিসেবে নিজেদেরই এগিয়ে রাখছেন আল আমিন।

এই পেসারের ভাষ্য, 'ওরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে আমরা ২০-২২ বছর ধরে ওদের সাথে যদি তুলনা করেন আমাদের টিম অনেক ভালো এবং ভালো ক্রিকেট খেলছে। সেক্ষেত্রে খুব বাজে সময় আসবে বাজে সময় কিভাবে ফেস করবো কিভাবে এখান থেকে ঘুরে দাড়াবো এটাই গুরুত্বপূর্ণ।'