বিসিএল

ফরহাদের সেঞ্চুরি, স্বস্তিতে নেই ইমরুল-আশরাফুলরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:33 রবিবার, 23 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে ফরহাদ রেজার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮৬ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। জবাবে তিন উইকেটে ১১০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল এখনও পিছিয়ে আছে ৩৭৬ রানে।

বড় রানের জবাবে খেলতে নেমে পূর্বাঞ্চলের দুই ওপেনার পিনাক ঘোষ এবং মোহাম্মদ আশরাফুল ঠাণ্ডা মাথায় ইনিংসের ভিত গড়ে তোলার চেষ্টায় থাকেন। ৬৩ রানের জুটি গড়েন তারা।

এরপর আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফিরে যান আশরাফুল। ফেরার আগে করেন ২৮ রান। দক্ষিণাঞ্চলের অধিনায়কের বলে ফিরে যান পিনাকও। যাওয়ার আগে করেন ৩৮ রান।

এরপর মাহমুদুল হাসানের সঙ্গে জুটি গড়তে আসেন পূর্বাঞ্চলের অধিনায়ক ইমরুল কায়েস। এদিন ব্যর্থ হন কায়েস। ২২ রানে শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ম্যাচের তৃতীয় দিনের শুরু করবেন মাহমুদুল (২১*) ও আফিফ হোসেন (০*)। 

এর আগে দক্ষিণাঞ্চলের ইনিংসে ৭৯ রান করা শামসুর রহমান শুভকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন সাকলাইন সজীব। ম্যাচের দ্বিতীয় দিনের সকালে উইকেটের দেখা পান আশরাফুলও। রাজ্জাককে বোল্ড করে বিদায় করেছেন তিনি।

শুভ, রাজ্জাকরা বিদায় নিলেও উইকেটে টিকে থাকেন ফরহাদ। দেখেশুনে খেলতে খেলতে প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। ১৭৪ বলে দশটি চার ও পাঁচটি ছক্কায় এই সেঞ্চুরি তুলে নেন ফরহাদ। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৩ রানে। তাঁকে সঙ্গ দেয়া শফিউল করেন ৩০ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৮৬/১০ (১৩৯ ওভার)
(রেজা ১০৩*, রাব্বি ৮৬, বিজয় ৭৬; আশরাফুল ২/১৩)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ১১০/৩ (৩৯ ওভার)
(পিনাক ৩৮, আশরাফুল ২৮; রাজ্জাক ২/৩৪)