বিসিএল

মাত্র এক রান করেই মাহমুদউল্লাহর বিদায়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:23 শনিবার, 22 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||
 
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে দক্ষিণাঞ্চল।

মাত্র এক রান করেই মাহমুদউল্লাহর বিদায়ঃ

আল আমিন ও শামসুর রহমান শুভ রান বাড়ানোর চেষ্টা করেন। দলের রান দুইশ পার হতেই রুয়েল মিলার তোপের মুখে পরেন আল আমিন। ফিরে যান ৩৯ রানে।

চলমান জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে যান মাত্র এক রান করে। থিতু হতে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও। ব্যক্তিগত ১৮ রানে রুয়েল মিয়ার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি। 

সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ব্যর্থ বিজয়-রাব্বিঃ

দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরির দেখা পান বিজয় ও রাব্বি। দুজনই সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন। ৭৬ রানে থাকা বিজয় রান আউটের শিকার হন।

এরপর ৮৬ রানে থাকা রাব্বি ফিরে যান সাকলাইন সজিবের বলে ইমরুল কায়েসকে ক্যাচ দিয়ে।

বিসিএল ফাইনালে দক্ষিণাঞ্চলের উড়ন্ত সূচনাঃ

ফাইনালে উড়ন্ত সূচনা পেয়েছে দক্ষিণাঞ্চল। ইতোমধ্যেই শত রানের জুটি গড়েছেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদ রাব্বি।

সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ২৭৪/৫ (৭৭ ওভার)
(মেহেদী ৩৬*, শামসুর ১৬*)