বুশফায়ার ক্রিকেট ব্যাশ

দশ ওভারের ক্রিকেটে লারা-পন্টিংদের আগ্রাসী ব্যাটিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:33 রবিবার, 09 ফেব্রুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বুশফায়ার ক্রিকেট ব্যাশে গিলক্রিস্ট একাদশকে ১০৫ রানের লক্ষ্য দিয়েছে পন্টিং একাদশ। টস হেরে আগে ব্যাটিং করা পন্টিং একাদশ নির্ধারিত দশ ওভারে করেছে পাঁচ উইকেটে ১০৪ রান।

দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন পাঁচ নম্বরে নামা ব্রায়ান লারা। ১১ বলে খেলা ক্যারিবিয়ান কিংবদন্তির এই ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছয়ের মার। এ ছাড়া অধিনায়ক রিকি পন্টিং করেন ১৪ বলে চারটি চারে ২৬ রান। পন্টিং ও লারা- দুজনই মাঠ থেকে স্বেচ্ছা অবসরে যান।

দলটির ওপেনার ম্যাথু হেইডেন ১৪ বলে ১৬ ও লুক হজ ৪ বলে ১১* রান করেন। গিলক্রিস্ট একাদশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন কোর্টনি ওয়ালশ, যুবরাজ সিং এবং অ্যান্ড্রু সাইমন্ডস। 

এই ম্যাচটিতে পন্টিংয়ের দলের কোচ হিসেবে আছেন শচিন টেন্ডুলকার। এ ছাড়া গিলক্রিস্টের দলের কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন।

সংক্ষিপ্ত স্কোরঃ
পন্টিং একাদশঃ ১০৪/৫ (১০ ওভার)
(লারা ৩০ অব., পন্টিং ২৬ অব.; যুবরাজ ১/১০)