আইপিএল

নতুন রূপে আইপিএল শুরু ২৯ মার্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:37 মঙ্গলবার, 28 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের পর্দা উঠছে আগামী ২৯ মার্চ। এবার নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

আইপিএলের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ মে। ফাইনালের ভেন্যু নিয়ে অনেক কানাঘুষা শোনা গেলেও আইপিএলের আয়োজকরা শেষ পর্যন্ত মুম্বাইয়ের ওয়াংখেড়েকেই বেঁছে নিয়েছে।

সোমবার দিল্লীতে আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগের আসরগুলোতে প্রতিদিন দুটি করে ম্যাচ থাকলেও এবার মাত্র পাঁচ দিন দেখা যাবে দুটি ম্যাচ।

দিনে দুই ম্যাচ হলে প্রথম ম্যাচটি বিকাল ৪টায় এবং দ্বিতীয় ম্যাচটি রাত ৮টায় মাঠে গড়াবে। এ ছাড়া অন্য দিনগুলোতে একমাত্র ম্যাচ শুরু হবে রাত ৮টায়। সম্প্রচারকারীরা রাতের ম্যাচটি আরও এগিয়ে আনার অনুরোধ করেছিল। তবে সেই অনুরোধ রাখেনি আইপিএল কতৃপক্ষ।

সভা শেষে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আইপিএলের রাতের ম্যাচগুলোর সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না। অন্যান্য বছরগুলোর মতো এবারও রাতের ম্যাচগুলো ৮টা বাজেই হবে। তবে আধঘণ্টা এগিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছিল। কিন্তু এটি হচ্ছে না। পুরো টুর্নামেন্টে পাঁচদিন শুধু দুই ম্যাচ হবে। আর ফাইনাল ম্যাচ হবে মুম্বাইয়ে।’

আইপিএলে এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে কনকাশন সাব। এ ছাড়া নো বলের জন্য বাড়তি একজন আম্পায়ারকে দায়িত্ব দেয়া হচ্ছে এই আসরে। এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘আইপিএলের এবারের আসরে কনকাশন সাবস্টিটিউট এবং নো বলের জন্য থার্ড আম্পায়ার ব্যবহৃত হবে।’

আইপিএলের মূল আসর শুরুর আগে তিন দিন এই টুর্নামেন্টের নামি-দামি ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে অলস্টার টুর্নামেন্ট। এই ম্যাচগুলো আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। তবে মাঠটি তৈরি না হওয়ায় এখনও ভেন্যু চূড়ান্ত করতে পারেননি তারা।