পাকিস্তান সফর

মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিতঃ ডমিঙ্গো

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:25 রবিবার, 19 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

প্রোটিয়া এই কোচ জানিয়েছেন, মুশফিক তাঁর মতোই পরিবারের সঙ্গে অনেক ঘনিষ্ঠ একজন মানুষ। মুশফিক বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড়, তাই ডমিঙ্গো তাঁর শূন্যতা অনুভব করবেন। মুশফিকের না থাকাকে অন্য কারো জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি।

ডমিঙ্গো বলেছেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। এটা তার সিদ্ধান্ত সেখানে না যাওয়ার । আমাদের তো এটাকে সম্মান জানাতেই হবে। সে আমার মতোই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একজন মানুষ। অবশ্যই ওকে আমরা অনেক মিস করব। সে আমাদের সেরা খেলোয়াড়দের। ভারতের বিপক্ষেও সে অনেক ভালো করেছে। তবে এখন অন্য কারও জন্য এটা একটা সুযোগ। কারও জন্য খেলা তো আর থেমে থাকবে না। একদিন মুশফিক থাকবে না, তার জায়গা তো অন্য কাউকে নিতেই হবে।’

জাতীয় দলে নিয়মিত চার নম্বরে নামতে দেখা যায় মুশফিককে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান না থাকায় ব্যাটিং অর্ডারে অনেক অদল-বদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডমিঙ্গো।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে ওপেনারের ছড়াছড়ি। তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ ছাড়াও আছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলে মিডল অর্ডারে খেললেও সৌম্য সরকারও নিয়মিত ওপেনার। এদের কাউকে তিন-চার নম্বরে খেলতে দেখা যেতে পারে।

ব্যাটিং অর্ডার নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘সৌম্যের মতো কেউ তিন নম্বরে ব্যাট করেছে ভারতে। সে হয়তো পাকিস্তানে ছয় নম্বরে ব্যাট করতে পারে। রিয়াদ ব্যাট করতে পারে পাঁচ নম্বরে। আফিফ তিন বা চারে আসতে পারে। শান্তও ব্যাটিং অর্ডারে অন্যদিকে যেতে পারে।’

ইংল্যান্ডের ইয়ন মরগান বা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো লিটন-আফিফরা যেকোনো জায়গায় মানিয়ে নিতে পারবেন বলেই বিশ্বাস ডমিঙ্গোর। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে আফিফকে ওপেনিংয়ে নামানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের কোচ।
 
ডমিঙ্গোর ভাষ্য, ‘সেরা খেলোয়াড়েরা যেকোনো কন্ডিশনে, যে কোনো পজিশনে খেলতে পারে। আপনি মরগানকে তিন বা ছয়ে নামান, সে সফল হবে। উইলিয়ামসনকে তিন বা পাঁচে নামান, ও একট উপায় বের করে নেবে। নতুন খেলোয়াড়দের জন্য এটা একটা সুযোগ। আমি তো বেশ রোমাঞ্চিত। লিটন কখনও চারে ব্যাট করতে পারে। আবার মিঠুন যদি তিনে ব্যাট করে, সেটাও ঠিক আছে। আফিফকে যদি ছয় থেকে ওপেনিংয়ে নিয়ে আসতে হয়, তাহলে ওকেও বেশ কিছু জিনিস শিখতে হবে।’