বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

মেহেদিকে ছাড়াই প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:50 রবিবার, 19 জানুয়ারি, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

হার্টের সমস্যার কারণে বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন মেহেদি হাসানের মা। সেই কারণে আজ থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পে থাকতে পারছেন না তরুণ এই স্পিন বোলিং অলরাউন্ডার। দেশের প্রথম সারির একটি বাংলা দৈনিককে এরই মধ্যে বিষয়টি জানিয়েছেন ২৫ বছর বয়সী মেহেদি। 

আসন্ন পাকিস্তান সফরকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। আজ দুপুর ২টায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে প্রথম দিনের প্রস্তুতি শুরু করবেন মাহমুদউল্লাহরা। তবে মায়ের অসুস্থতার কারণে এক দিন পর ক্যাম্পে যোগ দিবেন মেহেদি।

দেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা মেহেদি বলেন, 'মা এখনও আইসিইউতে, অনেকটা রিকোভার করেছেন। আজ (গতকাল) রাতে বুঝা যাবে। এক মাস আগে হার্টে রিং পড়ানো হয়েছিল। উনি একটু অনিয়ম করেছিলেন, সেই কারণে সমস্যা হয়েছে। আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।' 

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে দারুণ ফর্মে ছিলেন মেহেদি। বল এবং ব্যাট হাতে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন ঢাকা প্লাটুনের এই ক্রিকেটার। ১৩ ম্যাচে ৬.৭৬ ইকোনমি রেটে ১২ উইকেট শিকার করা মেহেদি ব্যাট হাতে ২৩ গড়ে ২৫৩ রান করেন। যেখানে ৩টি হাফ সেঞ্চুরি ছিল তাঁর। এই পারফরম্যান্সের পর পাকিস্তান সফরের দলে জায়গা মেহেদির। 

জাতীয় দলের হয়ে এই ফর্মের ধারাবাহিকতা বজায় রাখাই এখন লক্ষ্য মেহেদির। তাঁর ভাষ্যমতে, 'ভালো করতে পারলে নিজের জন্যেও ভালো। ধারাবাহিকভাবে ভালো করাটাই কঠিন। সাকিব আল হাসান, মুশফিক ভাইরা ছাড়া কেউই তেমন ধারাবাহিক পারফর্ম করেন না। ফোকাসটা ওখানে দিতে পারলে ভালো হবে।'