বিপিএল

আফিফ-লিটনকে আন্দ্রে রাসেলের পরামর্শ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 10:18 শনিবার, 18 জানুয়ারি, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আরও বেশি শক্তিশালী হতে হবে বলে মনে করছেন আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালসের এই অধিনায়কের দাবি, ছক্কা হাঁকানোর সবচেয়ে বড় কৌশল এটাই। এছাড়া আফিফ হোসেন এবং লিটন দাসকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন এই ক্যারিবিয়ান।

বিপিএলে আফিফ এবং লিটনকে খুব কাছ থেকে দেখেছেন রাসেল। লিটন দাসের ব্যাটিং মনে ধরেছে তার। এই অলরাউন্ডার বিশ্বাস করেন, লিটন নিজেকে আরও শক্তিশালী বানাতে পারলে আরও আক্রমণাত্মক ক্রিকেটার হয়ে উঠবেন।

অলরাউন্ডার আফিফ হোসেনের মাঝে ভবিষ্যৎ দেখছেন রাসেল। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের বিশ্বাস, আফিফ ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হয়ে উঠবেন। 

পুরো বিশ্ব জুড়েই টি-টোয়েন্টি খেলে বেড়ান রাসেল। যেখানেই খেলতে যান তরুণদের উৎসাহ দিয়ে থাকেন এই ক্যারিবিয়ান। রাসেল বলেন, `আমি যেখানেই খেলি তরুণ ক্রিকেটারদের সব সময় উৎসাহ দেয়ার চেষ্টা করি। ছক্কা হাঁকানোর সবচেয়ে বড় কৌশল হলো শক্তিশালী হওয়া। আফিফ এবং লিটনের সঙ্গে কথা হয়েছে আমার।' 

`অনেক প্রতিভাবান ক্রিকেটার। লিটন যদি আরও শক্তিশালী হতে পারে তাহলে সে আরও বেশি আক্রমণাত্মক ক্রিকেটার হয়ে উঠবে। যেটা আপনারা চাইছেন। আফিফ সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হয়ে উঠবে। সে অনেক চতুর। বোলিংয়ের দিক দিয়ে জানে কি করতে হবে। ব্যাটিংয়ে সব রকমের শট আছে।' আরও যোগ করেন রাসেল।

বিপিএলের প্রথম বিদেশি হিসেবেই নয় শুধু, অধিনায়ক হিসেবেও কোনো টুর্নামেন্টের প্রথম শিরোপা এটি রাসেলের। বিষয়টি জানতে পেরে অনেকটা অবাকই হয়েছেন এই ক্যারিবিয়ান। অধিনায়ক হিসেবে নিজের প্রথম শিরোপাকে স্পেশাল বলে আখ্যায়িত করেন এই অলরাউন্ডার।

রাসেল বলেন, ‘এই শিরোপাটি আমার জন্য একটু বেশি স্পেশাল। কারণ অধিনায়ক হিসেবে এটিই আমার প্রথম শিরোপা। চাপকে জয় করে খেলা, বোলিংয়ের সময় ঠিকঠাক দল চালানো, একইসঙ্গে নিজেকেও ঠিকঠাক ব্যবহার করা- অন্যরকম অনুভূতি।’