মিরাজ-শান্তর শত রানের জুটি ভাঙলেন এবাদত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ১৫৭/৪ (২০ ওভার) (ফ্লেচার ৩৭, রুবেল ৩৯; শহিদুল ২/২৬, আমির ০/১৭)
খুলনা টাইগার্সঃ ১২১/১ (১৪ ওভার) (মিরাজ ৭০*, রুশো ৩*; এবাদত ১/১৪)

জুটি ভাঙলেন এবাদতঃ ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে নাজমুল হোসেন শান্তকে নাঈম হাসানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান পেসার এবাদত হোসেন। এরই সঙ্গে মিরাজের সঙ্গে শান্তর ১১৫ রানের জুটির পরিসমাপ্তি হয়। ৩১ বলে ৫ চারের সাহায্যে ৪১ রান করেন শান্ত।
মিরাজের হাফ সেঞ্চুরিঃ সিলেটের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে দারুণ সূচনা পায় খুলনা টাইগার্স। এরই মধ্যে আক্রমণাত্মক ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের অফ স্পিন অলরাউন্ডার মিরাজ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শহিদুল ইসলাম এবং মোহাম্মদ আমিরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে সিলেট থান্ডার। খুলনার বোলারদের আঁটসাঁট বোলিংয়ের কারণে তেমন সুবিধা করতে পারেননি সিলেটের ব্যাটসম্যানরা।
খুলনা টাইগার্সঃ নাজিবউল্লাহ জাদরান, নাজমুল হোসেন শান্ত, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও তানভীর ইসলাম।
সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, শারফেন রাদারফোর্ড, রুবেল মিয়া, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন, নাঈম হাসান ও দেলোয়ার হোসেন।