Connect with us

সিএ

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা একাদশে সাকিব


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে অধিনায়ক হিসেবে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে রেখেছে সিএ।

ভারতের ৩ জন, দক্ষিণ আফ্রিকার ২ জন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ১ জন করে ক্রিকেটার নিয়ে গত এক দশকের সেরা একাদশ সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


ওপেনার হিসেবে ভারতের রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে রেখেছে তারা। তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই একাদশে জায়গা হয়েছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির।


দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স রয়েছেন এই একাদশে। মিডল অর্ডারের দায়িত্ব পালন করবেন তিনি। একমাত্র অলরাউন্ডার হিসেবে সাকিবকে রেখেছে তারা।

২০১০ সাল থেকে এখন পর্যন্ত ১৩১টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ৩৮.৮৭ গড়ে ৪ হাজার ২৭৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বল হাতে ৩০.১৫ গড়ে ১৭৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। গত এক দশকে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব।

দ্রুত রান তুলতে ছয় নম্বরে ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান জস বাটলারকে রেখেছে তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ধোনি রয়েছেন একাদশে। লেগ স্পিনার হিসেবে আফগানিস্তানের রশিদ খানকে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

একাদশে একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে রয়েছেন মিচেল স্টার্ক। এছাড়া নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাও রয়েছেন ক্রিকেটার অস্ট্রেলিয়ার এই একাদশে। এই তিন জন পেস বোলিং বিভাগের দায়িত্ব পালন করবেন।     

ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা ওয়ানডে দলঃ রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা।

সর্বশেষ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

জিম্বাবুয়েকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বভার পেয়ে কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে মাসুদ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে স্টোকস

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিরতিতে কোহলি

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শান্তর সেঞ্চুরিতে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

উইলিয়ামসনদের অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এখনই লিড নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

কঠিন দিনে সেঞ্চুরি পেয়ে খুশি উইলিয়ামসন

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

মাগুরায় আমার ক্রিকেটের শুরু, রাজনীতির শুরুও এখানেই: সাকিব

আর্কাইভ