Connect with us

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

করাচি টেস্টের লাগাম পাকিস্তানের হাতে


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম টেস্টের মতো ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলী। এই সেঞ্চুরিতেই ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। আবিদের আগে মাত্র ৮ জন ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম দুই টেটেই সেঞ্চুরি করেছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন আবিদ। বৃষ্টি বিঘ্নিত রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি করেছিলেন এই  ডানহাতি ব্যাটসম্যান।

আবিদের সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন শান মাসুদও। দুই সেঞ্চুরি ভর করে করাচি টেস্টের লাগাম এখন পাকিস্তানের হাতে। প্রথম ইনিংস শেষে অনেকটাই এগিয়ে ছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে দারুণ খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে স্বাগতিকরা।


কয়াচি টেস্টের তৃতীয় দিনে বিনা উইকেটে ৫৭ রানের সংগ্রহ নিয়ে মাঠে নামে পাকিস্তান। অপরাজিত থাকা দুই ওপেনারই লঙ্কান বোলারদের তুলোধোনা করেছেন। দুজনে ওপেনিং জুটিতে যোগ করেছেন ২৭৮ রান।


দুই ওপেনার আবিদ এবং শান সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৯৮ বলে ১৩৫ রানের ইনিংস খেলে লাহিরু কুমারাকে পুল করতে গিয়ে অসাদা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে আউট হন শান। আবিদ ২৮১ বলে ১৭৪ রানের ইনিংস খেলে কুমারার দ্বিতীয় শিকার হয়েছেন এলবিডব্লিউ হয়ে।

এরপর আর উইকেট পতন হতে দেননি দুই টপ অর্ডার ব্যাটসম্যান আজহার আলী এবং বাবর আজম। পাকিস্তানি অধিনায়ক আজহার ৫৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। বাবর অপরাজিত আছেন ২২ রান করে। পাকিস্তান দিন শেষ করেছে ২ উইকেটে ৩৯৫ রান করে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংস ২৭১ রান করে অল আউট হয়। ৮০ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ছে পাকিস্তান।

সর্বশেষ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

জিম্বাবুয়েকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বভার পেয়ে কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে মাসুদ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে স্টোকস

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিরতিতে কোহলি

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শান্তর সেঞ্চুরিতে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

উইলিয়ামসনদের অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এখনই লিড নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

কঠিন দিনে সেঞ্চুরি পেয়ে খুশি উইলিয়ামসন

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

মাগুরায় আমার ক্রিকেটের শুরু, রাজনীতির শুরুও এখানেই: সাকিব

আর্কাইভ