বিপিএল

সিনেমার নাম বিপিএল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:36 সোমবার, 09 ডিসেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে ব্যস্ত যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের ক্রিকেটাররা। সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করছেন তামিম ইকবাল। স্কোয়াডে যোগ দেয়া পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খানের বল ব্যাকফুটে গিয়ে কবজির মোচড়ে খেললেন তামিম। পরের বল করার জন্য প্রস্তুত মাশরাফি বিন মর্তুজা। ঢাকা প্লাটুনের অধিনায়ক দৌড় শুরু করতেই কোমরে ক্যামেরা বেঁধে তাঁর পেছনে ছুটলেন একজন। ওই ক্যামেরা পারসনের সহকারী ছুটলেন তার সঙ্গে। সিনেমায় কোনো ক্লোজ শট যেভাবে নেয়া হয়, মাশরাফির বোলিংয়ের দৃশ্য সেভাবেই ক্যামেরাবন্দী করা হচ্ছিল। 

প্রথম দৌড়ে মনমতো শুট না নিতে পেরে দ্বিতীয়বার দৌড় শুরু করেন ক্যামেরা পারসন। এবার তিনি সফল। দূর থেকে যে কেউ মনে করবেন, এখানে সিনেমার শুটিং চলছে। একাডেমি মাঠের বাইরে থেকে তাকিয়ে থাকা দর্শকরা হয়তো এমনই কিছু একটা ধরে নিয়েছেন। মাশরাফি-তামিমদের নিয়ে কী কোনো সিনেমা বানানো হচ্ছে? না! ঢাকা প্লাটুনের থিম সংয়ের শুটিং ছিল এটা। দলটির থিম সং বানানোর দায়িত্ব দেয়া হয়েছে এক এজেন্সিকে। 

মাশরাফি-তামিমের এই শুট শেষ হওয়ার পর জিব ক্রেনের সাহায্য পুরো দলের ক্রিকেটারদের একসাথে ফুটেজ নেয়া হয়। এ ছাড়া সব ক্রিকেটারের ছবি তোলার জন্য ছিলেন একজন ক্যামেরাম্যান। কীভাবে ব্যাট ধরতে হবে, কীভাবে দাঁড়াতে হবে, সেসব মুমিনুলকে বুঝিয়ে দেয়া হচ্ছিল। ক্যামেরাম্যানের কথা মতোই অঙ্গিভঙ্গি করে ছবির জন্য পোজ দিয়ে যাচ্ছিলেন মমিনুল। এমন সময় প্লাটুন স্কোয়াডের এক সদস্য বলেই বসেন ‘এটা কি শেষ হবে? নাকি পুরো অনুশীলনেই এমন চলবে?’

বিপিএল এলেই মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেটারদের ব্যস্ত হয়ে পড়তে হয়ে এসব কাজে। ব্যাটিং দিয়ে ক্রিকেট বিশ্বকে রাজত্ব করা ব্যাটসম্যানকেও স্পন্সরের কথা মতো বা মন রক্ষার্থে নিজের সহজাত আচরণ থেকে বেরিয়ে আসতে হয়। অবশ্য শুধু বিপিএল নয়, যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে এমন হয়ে থাকে। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশেও এসব সচারচর দেখা যায়। তবে বিপিএলের আগে এমন দৃশ্য আগে দেখা যায়নি।

সকাল ১১টায় অনুশীলনে আসা ঢাকা প্লাটুনের সবচেয়ে বড় চমক ছিলেন শাদাব খান। ড্রাফটের বাইরে থেকে চুক্তি করা এই ক্রিকেটারকে হুট করে দলের সঙ্গে দেখে অবাক হয়েছেন অনেকেই। শাদাবের সঙ্গে ছিলেন আরেক বিদেশি ইংলিশ ক্রিকেটার লুইস রিস। তবে ঢাকায় সবচেয়ে বড় বিদেশি তারকা শহীদ আফ্রিদি এখনও ঢাকায় এসে পৌঁছাননি। জানা গিয়েছে, মঙ্গলবার অনুশীলনে যোগ দেবেন তিনি। আর ম্যাচের আগের দিন আসবেন শ্রীলংকার থিসারা পেরেরাসহ বাকিরা।

এদিন সবার আগে অনুশীলনে আসে সিলেট থান্ডার। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত একাডেমি মাঠে অনুশীলন করে সিলেট। সেন্টার উইকেটে রেঞ্জ হিটিং করায় ব্যস্ত ছিলেন অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া মোসাদ্দেক হোসেন। যদিও ডানহাতি এই ব্যাটসম্যানকে নেতৃত্ব তুলে দেয়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সিলেট।

একই সময় আসে রংপুর রেঞ্জার্সও। দলের কোচ নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল এদিন যোগ দিয়েছেন অনুশীলনে। শুরুতে ক্রিকেটারদের সঙ্গে সামান্য আলাপ আলোচনা করার পর সহকারী কোচ মিনাজুর রহমান বাবুলের সঙ্গে আলাদাভাবে আলাপ করেন এই কিউই। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল অকল্যান্ড এসেসকে ৮টি শিরোপা এনে দেয়া এই কোচ অবশ্য অবাক হয়েছেন এক সঙ্গে এতো দলের অনুশীলন দেখে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, একসঙ্গে এতো দলের অনুশীলন আগে কখনও দেখেননি তিনি। তিনি বলেন, ‘আমি আগে কখনও ছয় দলকে একসঙ্গে অনুশীলন করতে দেখিনি। চিন্তায় আছি কখন কার গায়ে এসে বল আঘাত হানে। এমন আগে দেখিনি যে, এতো ছোট জায়গায় ছয় দল একসঙ্গে অনুশীলন করছে। আমাদের অনুশীলন করার সময়টা অনেক অল্প। মাত্র ২ ঘণ্টা। যদিও ভালোভাবেই অনুশীলন হয়েছে।’

অন্যদিকে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দলের সঙ্গে থাকলেও দেশে ফিরে গিয়েছিলেন ওয়াইস শাহ। মার্ক ও’ডনেলের মতো তিনিও রাজশাহী রয়্যালসের স্কোয়াডে সোমবার যোগ দিয়েছেন। সেই সঙ্গে দুই বিদেশি ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই এবং মোহাম্মদ ইরফানও এদিন অনুশীলনে ছিলেন। তাঁদের নিয়ে প্রথম দিনের অনুশীলন সারেন এই ইংলিশম্যান। ড্রাফটের বাইরে থেকে দলে নেয়া দুই বিদেশি আন্দ্রে রাসেল এবং শোয়েব মালিক সপ্তাহ খানেকের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন। 

কোচ ওয়াইস শাহ অবশ্য রাজশাহী দলের ফিল্ডিং নিয়ে বাড়তি মনোযোগী ছিলেন। এক বাউন্সে লং রেঞ্জ থ্রোয়িং করিয়েছেন তিনি। প্রায় ৩০ মিনিটের মতো এই অনুশীলন করানোর পর ব্যাটিংয়ে যান লিটন দাস। সে সময় বেশি  গ্রাউন্ড শট খেলার চেষ্টা করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়াইস শাহ লিটনের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, ‘দল নিয়ে খুবই সন্তুষ্ট। আমরা বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের মতো বিস্ফোরক ওপেনার পেয়েছি। আমি মনে করি, আমাদের দলের ভারসাম্য যথেষ্ট ভালো।’  

সবশেষে অনুশীলনে আসে খুলনা টাইগার্স। দলের বিদেশিদের মধ্যে পাকিস্তানের মোহাম্মদ আমির, দক্ষিণ আফ্রিকার রবি ফ্রাইলিঙ্ক এবং আফগানিস্তানের রহমতউল্লাহ গুরবাজ যোগ দিয়েছেন খুলনা শিবিরে। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে খুলনা টাইগার্স। যদিও ড্রাফটের বাইরে থেকে এখনও কোন বিদেশিকে নেয়নি দলটি।    

এক বছরে দুই বিপিএল। নিয়ম অনুযায়ী প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করার কথা থাকলেও ২০১৯ সালে তা অনুষ্ঠিত হচ্ছে দুইবার। গত ৮ ফেব্রুয়ারি পর্দা নেমেছিল বিপিএলের। ১০ মাস পর ৮ ডিসেম্বর আবারও পর্দা ওঠেছে বিপিএলের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার বিশেষভাবে বিপিএল আয়োজন করছে বিসিবি। ১১ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার। 

উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে সোমবার একাডেমি মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। এদিন অংশগ্রহণকারী ৭ দলই এসেছে অনুশীলনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দিয়ে নিজেদের ঝালাই করে নিয়েছে দলগুলো। অনুশীলনে উপস্থিত ছিলেন দলের কোচ এবং কোচিং স্টাফরা।