বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তান সফরে শ্রীলংকার পথে হাঁটবে বিসিবি?

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:40 মঙ্গলবার, 03 ডিসেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জানুয়ারির শেষের দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। সফরটিতে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। যদিও আসন্ন সফরটি নিয়ে রয়েছে শঙ্কা। নিরাপত্তা ইস্যুর কারণে ঝুলছে বাংলাদেশের পাকিস্তান সফরের ভাগ্য।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য ইঙ্গিত দিলেন দুই ভাগে হতে পারে সিরিজটি। তবে সরকারের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত পরিস্কার করে কিছু বলতে পারছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

সম্প্রতি পাকিস্তানের মাটিতে দুই ভাগে সিরিজ খেলতে গেছে শ্রীলংকা। নিরাপত্তা ইস্যুতে প্রথমে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার পর ডিসেম্বরে সেখানে টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। শ্রীলঙ্কার মতো বাংলাদেশও হাঁটতে পারে এই পথে।

সরকারের সবুজ সংকেত পেলে পাকিস্তান যাওয়ার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা হবে বলে জানিয়েছেন আকরাম খান। মঙ্গলবার মিরপুরে তিনি বলেন, ‘ভাগ হয়ে যাওয়ার ব্যাপারে আমরা আলাপ আলোচনা করতে পারি। আমাদের কাছে শ্রীলঙ্কার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার থেকে এনওসি পাওয়া।’

‘এরপর আমরা চিন্তা করব যে কীভাবে যাব। আমরা আসলে সরকারের উপদেশের জন্য অপেক্ষা করছি। আমরা যদি সরকার থেকে ক্লিয়ারেন্স পাই, তাহলে আলাপ আলোচনা করব। এখনই তো আমরা ওই পর্যায়ে যেতে পারছি না।’ যোগ করেন আকরাম খান। 

নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাননি দিনেশ চান্দিমাল-অ্যাঞ্জেলো ম্যাথুসসহ ১০ ক্রিকেটার। তবে টেস্ট সিরিজে দলের সঙ্গে যাচ্ছেন তাঁরা। বাংলাদেশের ক্ষেত্রেও ক্রিকেটারদের মতামত নেয়া হবে বলে জানিয়েছেন আকরাম খান। 

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা টেস্টে কিন্তু পুরো দল নিয়ে যাচ্ছি না। সেটা ওদের ব্যাপার, তবে আমরা যখন যাব তখন সেরা দল নিয়েই যাব। খেলোয়াড়দেরকে নিয়ে তো অবশ্যই বসব। মতামত নেয়া হবে।’

সরকার থেকে সবুজ সংকেত না পেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে কথা বলা হবে বলেও জানান আকরাম খান। তার ভাষ্যমতে, ‘কোনো কারণে এনওসি যদি না পাই তাহলে আমাদেরকে তো কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে আলাপ করতেই হবে। আর যদি পেয়ে যাই তাহলে ব্যাপারটি দুই ধরনের হচ্ছে।’