ইংল্যান্ড ক্রিকেট

কিংবদন্তি কুক-বয়কটদের কাতারে রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:29 সোমবার, 02 ডিসেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

হ্যামিল্টনে চলমান টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন জো রুট। এই ডাবল সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক।


নিউজিল্যান্ডের বিপক্ষে ২২টি চার এবং একটি ছক্কায় ২২৬ রান করেন রুট। এই ইনিংসসহ টেস্ট ক্রিকেটে তাঁর বর্তমান রান ৭ হাজার ২৮২ রান। তালিকার দশম স্থানে আছেন ৮৮টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান।

ইংল্যান্ডের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন সাবেক ওপেনার স্যার আলিস্টার কুক। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১৬১টি টেস্ট খেলে ১২ হাজার ৪৭২ রান করেন তিনি।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন আরেক কিংবদন্তি গ্রাহাম গুচ। ১১৮ টেস্টে ৮ হাজার ৯০০ রান করেন গুচ। এ ছাড়া অ্যালেক স্টুয়ার্ট ১৩৩ টেস্টে ৮ হাজার ৪৬৩, ডেভিড গাওয়ার ১১৭ টেস্টে ৮ হাজার ২৩১ এবং কেভিন পিটারসেন ১০৪ টেস্টে ৮ হাজার ১৮১ রান করেন।

সেরা পাঁচের বাইরে রুটের ওপরে থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন স্যার জিওফ বয়কট (৮ হাজার ১১৪ রান), মাইক আথারটন (৭ হাজার ৭২৮ রান), ইয়ান বেল (৭ হাজার ৭২৭ রান) এবং কলিন কাওড্রে (৭ হাজার ৬২৪ রান)। ২৮ বছর বয়সী রুটের সামনে সুযোগ আছে অনেককেই ছাড়িয়ে যাওয়ার।