অস্ট্রেলিয়া- পাকিস্তান সিরিজ

কলকাতা টেস্ট থেকে কিছুই শিখছে না অস্ট্রেলিয়া?

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:46 বৃহস্পতিবার, 28 নভেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্ট জয়ী একাদশ নিয়েই অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে অজিরা। এক্ষেত্রে অজি দলে বদলি কোনও ক্রিকেটার নেই! অর্থাৎ কনকাশন সাব ছাড়াই মাঠে নামছে অস্ট্রেলিয়া।

স্কোয়াডের বাকি দুই ক্রিকেটার জেমস প্যাটিনসন এবং ক্যামেরন বেনক্রফটকে শেফিল্ড শিল্ডের (অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট) ম্যাচ খেলার জন্য ছেড়ে দিয়েছে ম্যানেজমেন্ট।

দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন পেসার মাইকেল নেসার। অ্যাডিলেড টেস্টে এখন যদি অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যান বিশ্রামে যাওয়ার মতো ইনজুরিতে পড়েন, তাহলে যোগ্য বদলি খুঁজে পাবে না অস্ট্রেলিয়া।

সেক্ষেত্রে পানি টানাটানির জন্য থাকা মাইকেল নেসারকেই মাঠে নেমে যেতে হবে। অজি অধিনায়ক টিম পেইন অবশ্য এসব নিয়ে ভাবছেন না। গণমাধ্যমে এ নিয়ে প্রশ্ন করা হলে রসিকতা করে তিনি বলেন, 'আমরা দর্শকদের কাউকে খেলায় নিয়ে নিবো।'

কিছুদিন আগে ভারত ও বাংলাদেশের মধ্যকার কলকাতা টেস্টে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস এবং স্পিনার নাঈম হাসান। নাঈম হাসানের বদলি হিসেবে মাঠে নামেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।

অপরদিকে লিটনের বদলি হিসেবে নামতে হয় মেহেদী হাসান মিরাজকে। স্কোয়াডে থাকা অতিরিক্ত ব্যাটসম্যান সাইফ হাসান ইনজুরিতে থাকায় মিরাজের ব্যাটিং সামর্থ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে।

আন্তর্জাতিক অঙ্গণে এই ঘটনা সমালোচনার জন্ম দেয়। তারপরেও এ নিয়ে দুশ্চিন্তা নেই অস্ট্রেলিয়ার। পাকিস্তানকে ব্রিসবেন টেস্টে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।