Connect with us

জাতীয় লিগ

বাবা ইমরুল এখন অনেক কিছুই বোঝেন!


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি- ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

মানসিকভাবে নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন ইমরুল কায়েস। নিজেকে আগের তুলনায় পরিণত ভাবছেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। ইমরুল এখন এক সন্তানের বাবা, মনের শক্তিটা এখানেই পান তিনি।

এখন আর কোনো কিছু পাওয়ার আশায় মগ্ন থাকেন না ইমরুল। নিজের কাজ করে যাওয়াতেই সন্তুষ্টি বাঁহাতি এই ব্যাটসম্যানের। বাবা হওয়ার পরই এমন বোধ এসেছে বাংলাদেশের হয়ে ৩৭ টেস্ট, ৭৮ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলা এই ওপেনারের মধ্যে।


জাতীয় লিগে খুলনার হয়ে ডাবল সেঞ্চুরি করা ইমরুল রবিবার বলেছেন, ‘আগে চিন্তা করতাম রান না করলে বাদ পড়ে যাব, এসব দুশ্চিন্তা আর আসে না। হলে হবে, না হলে নেই। আমার কাজ আমি করে যাই। বয়স হয়েছে, বাবা হয়েছি। আগে অনেক কিছু বুঝতাম না, এখন বুঝি। বলতে পারেন মনের দিক থেকে পরিণত হয়েছি।’


২০২ রানের ইনিংসটি জাতীয় লিগে ইমরুলের প্রথম ডাবল সেঞ্চুরি হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তাঁর দ্বিতীয়। প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ৩১৯ বলে ১৯টি চার ও ৬টি ছক্কায় ২০২ রানে অপরাজিত থাকেন ইমরুল।

দীর্ঘ পরিসরের ক্রিকেটের মানসিকতায় নিজেকে প্রস্তুত করে সফল হয়েছেন ইমরুল। বাঁহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, উইকেট ছুঁড়ে দিয়ে আসতে নারাজ ছিলেন তিনি। সেশন অনুযায়ী ব্যাটিং করতে পেরেছেন বলেই এই সাফল্য ধরা দিয়েছে।

এবারের জাতীয় লিগের প্রথম ডাবল সেঞ্চুরি করা ইমরুল বলেন, ‘আগে তাড়াহুড়ো করতাম। এই ইনিংসের পুরোটাই ছিল গোছানো। ভালো বলে আউট হলে আউট হয়ে যাব, তবে আমি আমার উইকেটটি সহজে দেব না। আমার পরিকল্পনাই ছিল এটি। প্রতিটা সেশন ধরে ধরে খেলেছি। তাড়াহুড়ো করিনি।’

ইমরুল নিজেকে প্রমাণ করা নিয়ে এখন আর ভাবেন না। এ কারণেই দুশ্চিন্তা জড়িয়ে ধরতে পারে না তাঁকে। ইমরুলের মতে কারণ একটাই; বুঝতে শিখেছেন তিনি।

সর্বশেষ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

৫ রান জরিমানা শুনে মুমিনুল বললেন, তাহলে বড় ইস্যু

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

এটাই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ: খাওয়াজা

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

জিম্বাবুয়েকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বভার পেয়ে কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে মাসুদ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে স্টোকস

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিরতিতে কোহলি

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শান্তর সেঞ্চুরিতে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

উইলিয়ামসনদের অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এখনই লিড নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

আর্কাইভ