Connect with us

ঢাকা মেট্রো-চট্টগ্রাম

মাত্র ৫ রান যোগ করতে পারলো ঢাকা মেট্রো


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ- ২৯০/১০ (১২২.৫ ওভার) (তাসামুল ৯০, সাদিকুর ৫১; মাহমুদউল্লাহ ৩/৫৫)

ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ৩৫৪/১০ (১২৬.৪ ওভার) (শহিদুল ৮৩*, জাবিদ ৮৫*; আফ্রিদি ৩/১০৩)


৫ রানের মধ্যেই অলআউট ঢাকা মেট্রোঃ 


৩৪৯ রান নিয়ে আজ খেলা শুরু করার পর বেশিক্ষণ টিকতে পারেনি মার্শাল আইয়ুবের ঢাকা মেট্রো। স্কোরবোর্ডে মাত্র ৫ রান যোগ করে অলআউট হয়েছে তারা। চট্টগ্রামের পেসার মেহেদি হাসানের বলে দলীয় ৩৫২ রানের মাথায় সাজঘরে ফেরেন দারুণ খেলতে থাকা শহিদুল ইসলাম।

পিনাক ঘোষের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮৩ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। একই ওভারের পরের বলে নতুন ক্রিজে আসা মেহরাব হোসেইনকে শূন্য রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদি। 

স্কোরবোর্ডে মাত্র ২ রান যোগ করে নোমান চৌধুরীর বলে বোল্ড হতে হয় উইকেট রক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেইনকে। ফেরার আগে ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন ২৭ বছর বয়সী এই ডানহাতি। জাবিদ ফিরলে ৩৫৪ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। 

এর আগে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের এই ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে প্রথম ইনিংস রাঙান উইকেটরক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেন এবং পেসার শহিদুল ইসলাম। ব্যাট হাতে এই দুজনের অসাধারণ ইনিংসে ম্যাচের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে সাত উইকেটে ৩৪৯ রান করে ঢাকা মেট্রো।

এই দুজনের এমন ইনিংসে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৫৯ রানের লিড পেয়েছে মেট্রো, হাতে আছে তিন উইকেট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের দিনে দুই উইকেটে ৬৬ রান করা মেট্রো এ দিন ২০১ রান তুলতেই সাত উইকেট পড়ে যায়। এরপর হাল ধরেন জাবিদ এবং শহিদুল। দুজন মিলে গড়েন ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি।

জাবিদ করছেন ৮১* রান। সঙ্গী শহিদুল করেছেন ৮২* রান। জাবিদ এবং শহিদুলের আগে মেট্রোর হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন শামসুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

শামসুর করেছেন ৫৫ রান। মাহমুদউল্লাহর ব্যাটে আসে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৩ রান। চট্টগ্রামের হয়ে মিনহাজুল আবেদীন আফ্রিদি নেন তিন উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগ করে ২৯০ রান। ম্যাচের বাকি আর এক দিন। সেক্ষেত্রে ম্যাচটির ফলাফল যে ড্র, তা অনেকটাই অনুমেয়। 

সর্বশেষ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

জিম্বাবুয়েকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বভার পেয়ে কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে মাসুদ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে স্টোকস

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিরতিতে কোহলি

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বের অভিষেকে শান্তর সেঞ্চুরি, বাংলাদেশের প্রথম

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

উইলিয়ামসনদের অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এখনই লিড নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

কঠিন দিনে সেঞ্চুরি পেয়ে খুশি উইলিয়ামসন

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

মাগুরায় আমার ক্রিকেটের শুরু, রাজনীতির শুরুও এখানেই: সাকিব

আর্কাইভ