সিপিএল

সিপিএলে আরেকটি সাকিবময় রাত

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:40 বৃহস্পতিবার, 03 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২৮তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে সাত উইকেটে জিতেছে সাকিব আল হাসানের বার্বাডোস ট্রাইডেন্টস। এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসলো সাকিবের দল।

এ দিনও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। প্রথমে বোলিং করে সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন প্রতিপক্ষের দুই ওপেনার লেন্ডল সিম্মন্স ও জেমস নিশামের উইকেট। ৪ ওভারে তিনি মোট ১১টি ডট বল দিয়েছেন, ইকোনমি ছিল ৬.২৫।

সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেনি ত্রিনবাগো নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৪ রান করেছে তারা। সর্বোচ্চ ৬০ রান আসে সিমন্সের ব্যাট থেকে। 

জবাবে দুই বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বার্বাডোস ট্রাইডেন্টস। ওপেনার জনসন চার্লসের ব্যাটে আসে ৫৫ রান। ৩৩ রান করেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস।

ব্যাট হাতে তিনে নামা সাকিব ১৪টি বল মোকাবেলা করে ১৩ রান করেন। নিশামের বলে দীনেশ রামদিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। ১৩ রানের এই ইনিংসে ছিল না কোনো ছয়-চারের মার।

সিপিএলে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত সাকিব আল হাসান ব্যাট হাতে ৭৩ রান ও বল হাতে ৪টি উইকেট নিয়েছেন।