বাংলাদেশ-ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, ভারত এবং স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজ। আসন্ন সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড যুব দল। ত্রিদেশীয় এই সিরিজে দলটির অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে জর্জ ব্যাল্ডারসনকে।
সিরিজে আটটি ম্যাচ খেলতে প্রতিটি দল। আগামী ২১ জুলাই ভারতের বিপক্ষে ইংল্যান্ড যুব দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২২ জুলাই বাংলাদেশের বিপক্ষে খেলবে স্বাগতিক দলটি।

২৬ এবং ২৮ জুলাই আবার যথাক্রমে ভারত এবং বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড যুব দল। ১ আগস্ট বাংলাদেশ, ৩ আগস্ট ভারত, ৫ আগস্ট বাংলাদেশ এবং ৯ আগস্ট ভারতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।
সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে। আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। টুর্নামেন্টটি জমজমাট হবে বলে বিশ্বাস করছেন ইংল্যান্ড যুব দলের কোচ জন লুইস। ঘরের মাঠ হলেও বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তাদের, মনে করছেন তিনি।
লুইসের ভাষায়, ‘এই গ্রীষ্মে বাংলাদেশের এবং ভারতের বিপক্ষে বড় ধরনের পরীক্ষা দিতে হবে আমাদের। যারা বয়সভিত্তিক পর্যায়ে অনেক শক্তিশালী। আমরা বছরের শুরুতে বাংলাদেশ সফর থেকে অসাধারণ অভিজ্ঞতা পেয়েছি। যেখানে আমাদের ক্রিকেটাররা অপরিচিত কন্ডিশনে পরীক্ষা দিয়েছে। আমরা যদি ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারি তাহলে খুবই দারুণ হবে।’
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ জর্জ ব্যাল্ডারসন (অধিনায়ক), ক্যাসি অ্যালদ্রিজ, বেন চার্লসওর্থ, টম ক্লার্ক, জর্ডান কক্স, ব্ল্যাক কুলেন, জো এভিসন, লুইস গোল্ডসওর্থি, জ্যাক হাইনেস, জর্জ হিল, নিক কিম্বার, ডোমিনিক লিচ, জ্যাক মোরলে, ড্যানিয়েল মোসলে, হামিদুল্লাহ কাদরি, জেমস টেলর।