হ্যাজেলউড না থাকার সিদ্ধান্ত সঠিকঃ ল্যাঙ্গার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা মেলেনি ফাস্ট বোলার জশ হ্যাজেলউডের। এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।
পিঠের ইনজুরি থেকে বের হয়ে আসার পর মূলত ফিটনেস ইস্যুতে পিছিয়ে পড়েছেন হ্যাজেলউড। একারণে সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি অজিদের হয়ে।

'সে তেমন বেশি খেলতে পারেনি। এখন সে উঠে দৌড়াতে পারে নেটে। তাঁর পিঠে এখনও ফাটল আছে। আমার মনে হয় শেষ ১৮ মাসে ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে সে মাত্র ছয়টি ম্যাচে খেলেছে।
'আমরা জানি বোলার হিসেবে সে দারুণ। সে দুর্দান্ত বোলার। কিন্তু সময়টা তাঁর জন্য ভালো ছিল না।'; জানিয়েছেন ল্যাঙ্গার।
গত বিশ্বকাপে মিচেল স্টার্ক এবং মিচেল জনসনের পাশাপাশি অস্ট্রেলিয়া দলের পেস আক্রমণ সামলেছিলেন ২৮ বছর বয়সী হ্যাজেলউড। ধারণা করা হচ্ছিল এবারও একই ভূমিকা পালন করবেন তিনি।
স্টার্কের পাশাপাশি এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের পেস আক্রমণ সামলাবেন ন্যাথান কোলটার-নাইল, প্যাট কামিন্স এবং কেন রিচার্ডসন।