ইংল্যান্ড ক্রিকেট

৫০০ রান তাড়া করার হুমকি দিল ইংল্যান্ড!

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:02 শনিবার, 18 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বর্তমান ওয়ানডে দলটি ৫০০ রানের লক্ষ্যও তাড়া করতে সক্ষম, বিশ্বাস করেন দলটির ফাস্ট বোলার মার্ক উড। বিশ্বমানের ব্যাটিং লাইন আপ থাকায় নিজেদের সামর্থ্য নিয়ে কোনও প্রকার সংশয় নেই এই ফাস্ট বোলার।  

দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড এখন পর্যন্ত দখলে রেখেছে ইংলিশরাই। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামে ৬ উইকেটে ৪৮১ রান সংগ্রহ করেছিল। 

একই মাঠে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ রান করেছিল ইংলিশরা। ব্যাটসম্যানদের সক্ষমতা নিয়ে তাই একেবারেই সন্দেহ নেই উডের। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে বড় স্কোর গড়তে ও তাড়া করতে সক্ষম ইংল্যান্ড। 

'আমাদের ওয়ানডে দলের জন্য ৫০০ রানের লক্ষ্য কঠিন নয় এবং এটি অতিক্রম করা বাস্তবসম্মত। ৩৫০ কিংবা ৪০০ রান খুব সহজেই তাড়া করা যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা বড় লক্ষ্য তাড়া করতে সক্ষম, সেটি প্রতিপক্ষ যত বড় লক্ষ্যই দাঁড়া করাক না কেন।'

পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নিজেদের কারিশমা দেখিয়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানেরা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ম্যাচে তিনশ ছাড়ানো রান করেছে স্বাগতিক ইংল্যান্ড।