promotional_ad

বাংলাদেশের ব্যাটিং শক্তির প্রশংসায় হোপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি দেখেছে ক্রিকেট বিশ্ব। টাইগারদের ব্যাটিং বিভাগের সামর্থ্যের প্রশংসা করেছেন ফর্মের তুঙ্গে থাকা উইন্ডিজ ওপেনার শেই হোপও। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা।


এদিন আগে ব্যাটিং করে উইন্ডিজদের উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন উইন্ডিজ দুই ওপেনার শেই হোপ এবং সুনিল আমব্রিস। বড় পুঁজির ইঙ্গিত দেয়া উইন্ডিজদের বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। লম্বা সময় ধরে বৃষ্টি হওয়ায় ম্যাচ কার্টেল ওভারে গড়ায়। বৃষ্টি আইনে ২৪ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০ রান।


promotional_ad

বড় লক্ষ্য তাড়ায় বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। তবে এবার সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের দেখা মিলেছে ফাইনালে। তামিম ইকবাল-সৌম্য সরকারের ওপেনিং জুটির পর মিডেল অর্ডারে মুশফিকুর রহিম-মোহাম্মদ মিঠুনের জুটি, শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতেছে টাইগাররা,


'আমি মনে করি বাংলাদেশি ব্যাটসম্যানেরা ভয়ডরহীন ক্রিকেট খেলেছে, তাঁরা অসাধারণ ব্যাটিং করেছে। খারাপ বল কাজে লাগিয়েছে তাঁরা। এটি তাদের জন্য বেশ কঠিন ছিল, বিশেষ করে নতুন যে লক্ষ্য ঠিক হয়েছিল। আমাদের বোলাররা মিডল ওভারে ভালো করেছিল তবে বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে এবং ম্যাচ বের করে নিয়েছে,' ম্যাচ শেষে বলেছেন সিরিজ সেরা ক্রিকেটার হোপ।


টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। উইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের দুই বারের দেখায় দলকে আট উইকেট এবং পাঁচ উইকেটের জয় এনে দিয়েছিলেন টাইগার ব্যাটসম্যানরা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় তিনশ রানের লক্ষ্য তাড়া করেও ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। স্বভাবতই প্রশংসার দাবীদার বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball