বাংলাদেশের সামনে মামুলি লক্ষ্য ছুঁড়ল পাকিস্তান
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (দ্বিতীয় ইনিংস): ১১০ অলআউট (৪৪.৩ ওভার) (সামির ৪৮, আহমেদ খান ২৪) (রাব্বি ৪/৩৮, আশিকুর ৪/২১)
পাকিস্তান অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৪৮ অল আউট (৫০.৪ ওভার) (ওয়াকাস-৩৯, ঈমান-৩২;মুশফিক ৪/৩৭, আশিক-২/২২)

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ (প্রথম ইনিংস): ১৩৯ অল আউট (৪৫.৫ ওভার) (রিহাদ-২৩, সাকিব ৪৩); খালিদ-৫/৩৩, আহমদ-৩/৩৮)
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সমাপ্তিঃ আশিকুর রহমান এবং মাহফুজুর রহমান রাব্বির দুর্দান্ত বোলিংয়ে সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলকে ১১০ রানেই অলআউট করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এই দুই বোলার চারটি করে তুলে নিয়েছেন উইকেট।
চার দিনের এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে স্বল্প রানেই পাকিস্তান দলকে আটকিয়ে দেয়ায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১২০ রানের। এবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২০ রানের লক্ষ্যে ব্যাটিং করবে স্বাগতিকরা।
মিডেল অর্ডারে ধ্বসঃ ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তানকে আরও চেপে ধরেন রাব্বি। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে উইকেট বিলাতে থাকে বাকি ব্যাটসম্যানরা। দেখে শুনে খেলে ফিফটির পথেও হাটছিলেন এই ওপেনার। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে তাঁকে সাজঘরে পাঠান তানভির অয়ন।
দুই ব্যাটসম্যানের বিদায়ঃ দ্বিতীয় ইনিংসে ৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে। দুটি উইকেটই নিয়েছেন আশিকুর রহমান। ২ উইকেট হারিয়ে ২২ রান নিয়ে এখন ব্যাট করছে সফরকারীরা।
অল আউট বাংলাদেশঃ দ্বিতীয় দিন সকালে ৫ উইকেটে ১১৯ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ দিনের শুরুতেই পাকিস্তানী বোলারদের তোপের মুখে পড়ে। খালিদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩৯ রানেই প্রথম ইনিংসে গুতিয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তান প্রথম ইনিংসঃ ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলার মুশফিক হাসানের তোপের মুখে পড়ে পাকিস্তান। মুশফিকের ৪ উইকেটের দিনে পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৮ রানে।