ডিপিএল

তিন হাফসেঞ্চুরিতে দোলেশ্বরের চ্যালেঞ্জিং পুঁজি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:45 মঙ্গলবার, 23 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৭৪ রানের পুঁজি পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

ডিপিএলের এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে সাইফ হাসান, সৈকত আলি এবং ফরহাদ হোসেন পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। আর এই তিন ব্যাটসম্যানের কল্যাণে মোহামেডানের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে ফরহাদ রেজার দোলেশ্বর।

শেখ জামালের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলে সাইফ আজ ৫৫ রান করে আউট হয়েছেন। অপরদিকে সৈকত আলির ব্যাট থেকে এসেছে ৬৫ রানের ইনিংস।

তবে রান আউটের শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হতে হয়েছে ফরহাদ হোসেনকে। ৭৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন তিনি। ৩৯ রানে ২ উইকেট নিয়ে মোহামেডানের পক্ষে সফল বোলার ছিলেন পেসার শফিউল ইসলাম। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদৌস এবং সাকলাইন সজীব। 

এদিন সকাল ৯টায় অনুষ্ঠিত এই ম্যাচটিতে টসে জিতে দোলেশ্বরকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন মোহামেডান অধিনায়ক সোহাগ গাজি। এরপর খেলতে নেমে ২৬ রানের মাথায় ওপেনার জসিমউদ্দিনকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন পেসার শফিউল। 

এরপর অবশ্য সাইফ এবং সৈকত আলির ৬৪ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দোলেশ্বর। এই জুটি গড়ার পথে হাফসেঞ্চুরি তুলে নেন সাইফ। ৯০ রানের সময় রান আউটের শিকার হয়ে ফিরলে এই জুটি ভাঙ্গে। 

সাইফ ফেরার পর ৮৬ রানের আরেকটি বড় জুটি আসে সৈকত এবং ফরহাদের ব্যাট থেকে। ৬৫ রান করা সৈকতকে সোহাগ গাজির হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন স্পিনার সাকলাইন সজীব।

সৈকতের পর অধিনায়ক ফরহাদ রেজাকে বিদায় নিতে হয়েছে দ্রুত। ১০ রান করে রাহাতুল ফেরদৌসের প্রথম শিকার হয়েছেন তিনি। ফরহাদ রেজা আউট হওয়ার পর ফরহাদ এবং মার্শাল আইয়ুবের ৮৩ রানের জুটিতে বড় পুঁজি নিশ্চিত হয় দোলেশ্বর। মার্শাল ৩৮ রানে শফিউলের বলে শেষ ওভারে আউট হয়েছেন।  

সংক্ষিপ্ত স্কোরঃ

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ২৭৪/৬ (৫০ ওভার) (ফরহাদ-৮৯, সৈকত-৬৫; শফিউল-২/৩৯, সাকলাইন-১/৪৪)