Connect with us

ডিপিএল

তানবিরের সেঞ্চুরিতে রান পাহাড়ে শেখ জামাল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

ডিপিএলে আবাহনী লিমিটেডের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩১৭ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর এই পাহাড়সম রানের পেছনে মূল কৃতিত্ব ছিল অলরাউন্ডার তানবির হায়দারের।

দলের বিপর্যয়ে হাল ধরে ১১৫ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। যেখানে হাঁকিয়েছেন ৬টি ছয় এবং ১০টি চার। তানবির ছাড়া ইলিয়াস সানি ৪৫, মেহরাব হোসেন ৪৪ এবং ওপেনার ফারদিন হাসান ৩৪ রান করেছেন। 


আবাহনীর পক্ষে আজ দারুণ বোলিং করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ ওভার বোলিং করে ৫৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। আর ১টি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।  


সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শুরুতে টসে জিতে আবাহনীর বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান সোহান।

তবে এরপর ব্যাটিং করতে নেমে আবাহনীর বোলিং তোপে মাত্র ৮৫ রানের মাথায় ৫ উইকেট খুইয়ে বিপদে পড়ে তারা। তবে এরপরেই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন তানবির হায়দার। ইলিয়াস সানিকে সাথে নিয়ে ৯১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন তিনি। 

১৭৬ রানের মাথায় সানিকে ফিরিয়ে এই জুটি ভেঙ্গেছিলেন আবাহনীর পার্ট টাইম বোলার সৌম্য সরকার। সানি ফিরলেও পরবর্তীতে মেহরাব হোসেনকে সাথে নিয়ে ৯৮ রানের আরেকটি বিশাল জুটি গড়েন তানবির। ২৭৪ রানের সময় মেহরাবকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন মাশরাফি।

এরপরে অবশ্য কিছুটা ছন্দ পতন হয়েছিল শেখ জামালের। ২৭৮ রানে ৯ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়েছিলো দলটি। তবে শেষ পর্যন্ত আর সেই পরিস্থিতিতে পড়তে হয়নি তাদের। কারণ ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে বড় পুঁজি এনে দিয়ে মাঠ ছেড়েছেন দোলেশ্বরের বিপক্ষে গত ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকানো তানবির। 

সংক্ষিপ্ত স্কোরঃ

শেখ জামাল ধানমন্ডিঃ ৩১৭/৯ (৫০ ওভার) (তানবির-১৩২*, সানি-৪৫*; মাশরাফি-৪/৫৬, সৌম্য-১/৪৭)

সর্বশেষ

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপে ৬ নম্বরে ভারতের ভরসা সূর্যকুমার

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘রাত তিনটায়ও ডেথ ওভারে ভালো বোলিং করবে মুস্তাফিজ’

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

খুলনার হয়ে খেলবেন ধনঞ্জয়া-ফাহিম

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

দলে ফিরেও খেলা হচ্ছে না ম্যাক্সওয়েল-স্টার্কের

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বৃষ্টির কারণে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নরকিয়া-মাগালা

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

পুনর্বাসনেও চোট, বিশ্বকাপে অনিশ্চিত হাসারাঙ্গা

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

আরও একটি বিশ্বকাপে অনিশ্চয়তার মুখোমুখি নরকিয়া

২০ সেপ্টেম্বর, বুধবার, ২০২৩

৯৬ এর চেয়ে শ্রীলঙ্কা দলে এখন বেশি প্রতিভাবান আছে: রানাতুঙ্গা

আর্কাইভ

বিজ্ঞাপন