Connect with us

ডিপিএল

তানবিরের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

শেখ জামাল ধানমন্ডিঃ ২১০/৬ (৩৬ ওভার) (তানবির-৬০*, মেহরাব-১৮*; মাশরাফি-২/৩০, সৌম্য-১/৩৪)


তানবিরের হাফসেঞ্চুরিঃ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গত ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকানো অলরাউন্ডার তানবির হায়দার আজও পেয়েছেন ফিফটির দেখা। ইলিয়াস সানি ফিরলেও দারুণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। শেখ জামালের শেষ ভরসা হিসেবে ক্রিজে আছেন তানবির।  


সৌম্যর প্রথম শিকারঃ ৮৫ রানের সময় ৫ উইকেট হারিয়ে বসার পর শেখ জামালকে পথ দেখান তানবির হায়দার এবং ইলিয়াস সানি। এই দুই ব্যাটসম্যান ৯১ রানের বড় একটি জুটি গড়েছিলেন।

কিন্তু ইনিংসের ৩২তম ওভারে বোলিংয়ে এসে এই জুটিটি ভেঙ্গে দিয়েছেন আবাহনীর পার্ট টাইম বোলার সৌম্য সরকার। ১৭৬ রানে সানিকে মেহেদি মিরাজের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। ৪৫ রান করে আউট হয়েছেন সানি। 

৫ উইকেট নেই শেখ জামালেরঃ দলের রান একশত পার করার আগেই ৫ উইকেট হারিয়ে বসেছে শেখ জামাল। ১৭তম ওভারে বোলিংয়ে এসে ওপেনার ফারদিন হাসানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেছেন আবাহনীর স্পিন তারকা মেহেদি হাসান মিরাজ। ৩৪ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাঁহাতি এই ওপেনারকে। 

ব্যর্থ সোহানঃ নাসিরের পর দ্রুত আউট হয়েছেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহানও। ৮৩ রানের সময় মোসাদ্দেক হোসেন সৈকতের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাঁকে।  

জুটি ভাঙ্গলেন সাব্বিরঃ ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে দারুণ একটি থ্রোতে নাসিরকে রান আউট করে ফেরান আবাহনীর ক্রিকেটার সাব্বির রহমান। আর এর ফলে জুটি ভাঙ্গে নাসির এবং ফারদিনের। দলীয় ৬৩ রানে তৃতীয় উইকেট হারায় সোহানদের দল। 

নাসির-ফারদিনের জুটিঃ ২৫ রানের মাথায় দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলার পর ৩৮ রানের একটি জুটি গড়েন নাসির হোসেন এবং ফারদিন হাসান। আর এই জুটির ফলে কিছুটা বিপদ কাটিয়ে ওঠে শেখ জামাল। 

মাশরাফির দ্বিতীয়ঃ ওপেনার ইমতিয়াজের পর মাত্র দুই রানের ব্যবধানে দ্বিতীয় আঘাত হানেন মাশরাফি। তিন নম্বরে খেলতে নামা রাকিন আহমেদকে জহুরুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। ফলে মাত্র ২৫ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল।  

মাশরাফির আঘাতে বিপদে সোহানের দলঃ ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন এবং ফরহাদ হাসানের ব্যাটে ২৩ রান তুলেছিল শেখ জামাল। কিন্তু এরপরেই ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ইমতিয়াজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আবাহনীর তারকা পেসার মাশরাফি বিন মর্তুজা। ১৫ রান করে ফিরতে হয়েছে ইমতিয়াজকে। 

ব্যাটিংয়ে আবাহনীঃ সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ডিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আবাহনীর বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান সোহান। সকাল নয়টায় শুরু হয়েছে এই ম্যাচটি। 

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

তাইজুলের ঘূর্ণিতে দিশাহারা নিউজিল্যান্ড

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

ফিরলেন স্যামসন, ওয়ানডে দল থেকে বাদ সূর্যকুমার

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘শান্ত ভালো লিডার, নেতৃত্বের ভেতরের জিনিসগুলো বুঝে’

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে সৌম্য, নতুন মুখ রিশাদ-রাকিবুল

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শান্তকে নিয়ে রাতে ভেবে ছক কষবে নিউজিল্যান্ড

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

৫ রান জরিমানা শুনে মুমিনুল বললেন, তাহলে বড় ইস্যু

আর্কাইভ