বিশ্বকাপ

ওয়ানডের এভারেস্ট বিশ্বকাপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:00 রবিবার, 21 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ২০১৫ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য মিচেল স্টার্কের দাবী, পৃথিবীর যেই প্রান্তেই বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হোক না কেন, বিশ্বকাপ কখনই গুরুত্ব হারাবে না। 

গুরুত্বের দিক থেকে বিশ্বকাপের অবস্থান সবার ওপরে। আসন্ন ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য মিচেল স্টার্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, 

‘ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের অবস্থান চূড়ায়। কে খেলছে আর কে খেলছে না সেটা বড় কথা না। আবার কোথায় খেলছে সেটাও গুরুত্বপূর্ণ নয়। বিশ্বকাপ সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ  টুর্নামেন্ট।’ 

২০১৫ বিশ্বকাপে ২২ উইকেট শিকার করে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়াকে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন করাতে মুখ্য ভূমিকা পালন করেছেন মিচেল স্টার্ক। ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। 

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপেও একই পারফর্মেন্সের পুনরাবৃত্তি করতে চান ২৯ বছর বয়সী এই বাঁহাতি ফাস্ট বোলার। 

‘টুর্নামেন্টটি দারুণ হবে আশা করি। এখানেই দল সব দল সামর্থ্য দেখাতে চাইবে। শেষ পর্যন্ত নিজের সেরা ক্রিকেটটা খেলে যেতে চাইবেন আপনি। অবশ্যই টুর্নামেন্টের ফাইনালে জায়গা পাকা করতে চাইবেন। এখানে খেলা আর দ্বিপাক্ষিক সিরিজে খেলা সম্পূর্ণ ভিন্ন।‘