বিগ ব্যাশ ২০১৮

বিগ ব্যাশ অভিষেকেই জয়ের স্বাদ পেলেন রুট

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:56 শুক্রবার, 21 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ইংল্যান্ডের টেস্ট দলপতি জো রুট। বিগ ব্যাশে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েলের দল মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ১৫ রানে জিতেছে সিডনি থান্ডার।

এদিন টসে জিতে সিডনিকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানান স্টার্স দলপতি গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট করতে নেমে অধিনায়ক শেন ওয়াটসন এবং জস বাটলারের ব্যাটে শুরুটা ভালোই করেছিল সিডনি। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ৩৯ রান।

বাটলার ২০ রান করে বিদায় নেয়ার খানিক পর নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে উইকেট ছুঁড়ে দেন শেন ওয়াটসন। ওয়াটসনকে ফেরনোর পর পরই ক্যালাম ফারগুসনকেও ফিরিয়ে দেন এই লেগ স্পিনার। ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বসলেও জো রুট জেসন শাঙ্ঘার ব্যাটে আবারও ম্যাচে ফেরে সিডনি।

কিন্তু ১৮ রান করে অ্যাডাম জাম্পাকে উইকেট ছুঁড়ে দেন রুট। তবে একপ্রান্তে থিতু হয়েই ছড়াও হয়ে খেলতে থাকেন শাঙ্ঘা। তাঁকে দারুন ভাবে সঙ্গ দেন ড্যানিয়েল সামস। দুজনের ৭৭ রানের জুটিতে ১৮১ রানের বড় পুঁজি পায় সিডনি। জেমস শাঙ্ঘা দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানে অপরাজিত থাকেন।

সিডনির ইনিংস শেষ হওয়ার পর পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে অনেকক্ষন পর খেলা শুরু হলে মেলবোর্নের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৯০ রান। কিন্তু সিডনির বোলার সামসের বোলিং তোপের সামনে ৮ ওভারে মাত্র ৭৪ রান তুলতে সক্ষম হয় মেলবোর্ন।

সংক্ষিপ্ত স্কোরঃ

সিডনি থান্ডরঃ ১৮১/৫ (২০ ওভার)

(জেসন শাঙ্ঘা ৬৩*, ড্যানিয়েল সামস ৩৪), (অ্যাডাম জাম্পা ২/২৩)

মেলবোর্ন স্টার্সঃ ৭৪/৬ (৮ ওভার) 

(নিক লরকিন ২৮*, ডোয়াইন ব্রাভো ১১), (ড্যানিয়েল সামস ৩/৫)

ফলাফলঃ বৃষ্টি আঈনে ১৫ রানে জয়ী সিডনি থান্ডার