promotional_ad

নিজেকে প্রমাণ করার আছে রিয়াদের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাদা পোশাকে আরও বেশী পরিপক্ব হয়ে উঠতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ডানহাতি এই ব্যাটসম্যানের দাবি টেস্টে তাঁর এখনও অনেক উন্নতির প্রয়োজন আছে। ওয়ানডে এবং টি-টুয়েন্টি ফরম্যাটে নিজেকে প্রমাণ করলেও টেস্টে নিজেকে প্রমাণ করতে মনস্থির করেছেন তিনি।


সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ইনজুরির কারণে দলে নেই। আর দুই সিনিয়রের অনুপস্থিতিতে বাকিদের মতো নিজের জন্যও বড় সুযোগ হিসেবে দেখছেন রিয়াদ। জানিয়েছেন, চে???্টা থাকবে সামর্থ্যের সবটুকু দিয়ে দেয়ার। 


'আমার মনে হয় আমার অনেক কিছুই প্রমান করার আছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আমার মনে হয় আমার উন্নতির অনেক জায়গা আছে। আমার জন্য এটা ভাল সুযোগ। নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব।'


promotional_ad

বাংলাদেশ দলের শততম টেস্ট ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন রিয়াদ। এরপর নিজেকে প্রমাণ করে আবারও দলে ফিরেছেন, হয়েছেন অধিনায়ক। সব মিলিয়ে এই উত্থান পতনের যাত্রার কথা শোনালেন নিজ মুখেই। 


রিয়াদের চেষ্টা থাকে সব সময়ই ভুল থেকে শিক্ষা নেয়ার এবং এগুলো তাঁকে আমাকে সামনে আরও কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে উৎসাহ যোগায়। উত্থান-পতনকে জীবনের অন্যতম অংশ হিসেবে আখ্যায়িত করে তিনি জানান,


'আমি সবসময় বিশ্বাস করি যদি আমি ব্যর্থ হই তাহলে সেটা আমারই দোষ। আমি সেই সময় ভাল পারফর্ম করছিলাম না। এগুলোই জীবনের শিক্ষার অংশ। আমি সেই জিনিস গুলো থেকে শেখার চেষ্টা করি ও ওই শিক্ষা গুলোই আমাকে সামনে আরও কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে উৎসাহ দেয়।'


এদিকে অধিনায়কের দায়িত্ব পালন করাটা বরাবরই উপভোগ করেন রিয়াদ। দলের সবাই তাঁকে কমবেশি সাহায্য করে থাকেন। সেই সঙ্গে টেস্ট সিরিজে ভালো খেলার জন্য অপেক্ষায় আছেন এই ডানহাতি ব্যাটসম্যান।


'অধিনায়কত্ব সবসময় আমাকে ভালভাবে আমাকে নাড়া দেয় (হাসি)। আগেই বলেছি এই দায়িত্বটা আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি। দলের সবাই কমবেশি হেল্পফুল। এখন আমি ভাল খেলার অপেক্ষায় আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball