বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

বিশ্বকাপ ভাবনা আপাতত মুলতবি রাখার পক্ষে মাহমুদুল্লাহ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:13 শুক্রবার, 02 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর একটি বছরও সময় বাকি নেই। তবে বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে ভাবার খুব বেশি ফুরসৎ মিলছে না বাংলাদেশ দলের। এই মুহূর্তে টাইগারদের ভাবনা জুড়ে রয়েছে টেস্ট ক্রিকেট। কেননা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর দেশের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। 

এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই গত টেস্ট সিরিজে বিবর্ণ পারফর্মেন্স উপহার দিয়েছিল বাংলাদেশ।  আর সেই কারণে বলা চলে প্রতিশোধের স্পৃহাতে অনেকটা টগবগ করে ফুটছে তারা। অন্তত ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বক্তব্যে তারই আঁচ পাওয়া গিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন বিশ্বকাপের থেকেও টেস্ট নিয়ে বেশি ভাবছেন তাঁরা, 

'অবশ্যই বিশ্বকাপের কথা কম-বেশি আমরা সবাই জানি। খুব সন্নিকটে বিশ্বকাপ। তারপরও যেহেতু এখন টেস্ট ক্রিকেট আমাদের সামনে.,,শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো করতে পারিনি। এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। আমরা যেন  আমাদের হোম কন্ডিশন কাজে লাগিয়ে দুটো টেস্ট ম্যাচ জিততে পারি এটা আমাদের প্রথম লক্ষ্য,' বলেন রিয়াদ। 

রিয়াদের মতে ধাপে ধাপে চিন্তা করে এগোতে পারলেই সাফল্য বয়ে নিয়ে আসা সম্ভব হবে দলের পক্ষে। এক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার থেকে শুরু  হতে যাওয়া টেস্টটিকেই বিবেচনা করেছেন তিনি। আর সেই কারণেই বিশ্বকাপ ভাবনা আপাতত মুলতবি রাখার পক্ষে তিনি। রিয়াদের ভাষায়, 

'পাশাপাশি পারফর্মেন্স…আমাদের ছোটো ছোটো অনেকগুলো লক্ষ্য থাকে সেগুলো ঠিকমতো পূরণ করতে পারলে আপনি টেস্ট ক্রিকেটে ভালো করতে পারবেন। আমরা এখন প্রথম টেস্ট নিয়ে চিন্তা করছি। বিশ্বকাপ…ওটা ভিন্ন ফরম্যাট। যখন আসবে তখনই আমরা বিশ্বকাপ নিয়ে চিন্তা করবো।'