বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

সাকিব শুন্যতা টিম ম্যানেজমেন্টের ঝামেলা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:25 শুক্রবার, 02 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সাকিব আল হাসানের জায়গা পূরণ করতে বরাবরই ঝামেলায় পড়তে হয় বাংলাদেশ দলকে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের জন্য অবদান রাখা সাকিব ইনজুরির কারণে দলে নেই। তাই তাঁর জায়গা পূরণ করতে একাদশে একজন অতিরিক্ত বোলার অথবা একজন ব্যাটসম্যান নিয়ে খেলতে হয় টাইগারদের। 

তবে এই বিশ্বসেরা যেহেতু একাদশে নেই তাই বাকিদের জন্য এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ মনে করছেন, সবার লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখার এবং এই সুযোগটি লুফে নেয়ার।  

'সাকিব সবসময়েই আপনাকে একটি ব্যালেন্স এনে দেয়। সুতরাং সাকিব না থাকায় আমাদের একজন অতিরিক্ত বোলার অথবা ব্যাটসম্যানক নিয়ে খেলতে হবে।

যেটি আগে বললাম যে সাকিব থাকলে আমাদের দলের ব্যালেন্সটি নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করতে হয় না। তবে আমি বারবার একটি ব্যাপার বলি এটি সবার জন্যই একটি বড় সুযোগ। আমরা যেন ভাল করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।' 

দলের সবার সঙ্গে নিজেকেও এই কাতারে রেখছেন ভারপ্রাপ্ত এই দলপতি। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তাঁর দল। আর এই সিরিজ দিয়েই রিয়াদ দেখতে চান কে কতটা পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন।

'আর তামিম, সাকিব যেহেতু নেই এটি আমাদের জন্য সমান সুযোগ, আমার ক্ষেত্রেও। এখন বিষয় হল আমরা সেই সুযোগটি কিভাবে দেখছি এবং আমরা কতটুকু উদগ্রীব আছি পারফর্ম করার জন্য। তো আমার কাছে মনে হয় সবাই এই সুযোগের অপেক্ষায় আছে, এবং ভাল পারফর্মেন্সের অপেক্ষায় আছে।'