শুরুতেই উইকেট হারাল বিসিবি একাদশ

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ১৪৫/৫ ডিঃ (৪৮ ওভার); (মাসাকাদজা ৩৯, সিকান্দার রাজা ৩২; এবাদত ২/১৩)
বিসিবি একাদশঃ ২০/১ (৭ ওভার); (শান্ত ১০*; জার্ভিস ১/৮)
টেস্ট সিরিজের পূর্বে জিম্বাবুয়ে দলের একমাত্র প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিং করছে বিসিবি একাদশ। এর আগে পাঁচ উইকেটে ১৪৫ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
শুরুতেই উইকেট পতনঃ

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে বিসিবি একাদশ। ১৫ বলে ৪ রান করা ওপেনার আরিফুল হককে ফেরান পেসার কাইল জার্ভিস।
বর্তমানে ১০ রান নিয়ে উইকেট আছেন নাজমুল ইসলাম শান্ত এবং শূন্য রানে তাঁকে সঙ্গ দিচ্ছেন আফিফ হোসেন।
জিম্বাবুয়ের ইনিংস ঘোষণাঃ
৪৮ ওভার ব্যাটিং করে ১৪৫ রানে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এছাড়া সিকান্দার রাজা ৩২ রান এবং শন উইলিয়ামস ২৯ রান করেছিলেন।
বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন পেসার এবাদত হোসেন। এছাড়া রুবেল হোসেন, আফিফ হোসেন এবং জাকির হোসেন নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে দ্বিতীয় দিন টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বিসিবি একাদশ। কিন্তু চার ওভারে দুই রান নিতেই বৃষ্টি বাঁধা দেয়। শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে ১২ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। প্রথম দিন বৃষ্টির কারণে মাঠে খেলা গড়ায়নি একটি বলও।
আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এরপর ১১ নভেম্বর থেকে ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ।
বিসিবি একাদশঃ-
ফজলে মাহমুদ রাব্বি, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, আবু হায়দার, রুবেল হোসেন, শাহাদাত হোসেন।
জিম্বাবুয়ে একাদশঃ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল।