promotional_ad

দুই ঢাকার ম্যাচে বোলারদের দাপট

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে ঢাকা ডার্বি ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে এক ইনিংস এবং ১৬১ রানে পরাজিত হয় ঢাকা মেট্রো। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তাইবুর, মোশাররফ এবং শাকিলের নজরকাড়া বোলিংয়ে তিন দিনেই জয় তুলে ঢাকা বিভাগ।


সোমবার টস জিতে মোহাম্মদ আশফুলদের ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। কিন্তু প্রথম দিন সবাইকে অবাক করে মাত্র ৫৯ রানে আট উইকেট হারানর পর ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। ঢাকার হয়ে সর্বোচ্চ চার উইকেট সংগ্রহ করেন সালাউদ্দিন শাকিল।


সেই দিনই নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে ঢাকা। মেট্রোর বোলারদের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করে ৩৮৬ রান সংগ্রহ করে তাঁরা। যেখানে ৩২৭ রানের লিড পায় ঢাকা বিভাগ।


ব্যাট হাতে ঢাকার হয়ে দারুণ শুরু করে রনি তালুকদার। ওপেনিংয়ে নেমে ৮৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। তাঁকে সঙ্গ দেন সাইফ হাসান (৩৯)। কিন্তু সবার নজর কেড়ে নেন শুভাগত হোম।


ওয়ানডে মেজাজে এবারের এনসিএলে নিজের প্রথম শতক হাঁকিয়েছেন তিনি। ১১৮ বলে ১০০ হাঁকানর পর ১৪৬ বলে  ১০৬ রানের ইনি??স খেলে আউট হন এই অলরাউন্ডার। সাতটি চার এবং পাঁচটি ছয়ে সাজান ছিল তাঁর সেই ইনিংস।


দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকিয়েছেন তাইবুর রহমানও। শেষের দিকে এসে আবুল মজিদের ৩৯ এবং নাদিফ চৌধুরীর ১৯ রানের সুবাদে ৩৮৬ রানে থামে ঢাকা বিভাগের ইনিংস। দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নামে আশরাফুলের ঢাকা মেট্রো।


promotional_ad

৫৯ রানে দুই উইকে হারিয়ে দিন শেষ করে তাঁরা। তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলামের সাথে জুটি গড়ার চেষ্টা চালিয়ে যান আশরাফুল। ৬৩ রানের জুটি গড়ে শুভাগতর বলে ক্যাচ দিয়ে সাজঘরে দিরে যান ৬৬ রান করা সাদমান।


সাদমানের পর বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি আশরাফুলেরও। মোশাররফ হোসেন রুবেলের বলে সাজঘরে ফেরেন তিনিও। সরাসরি বোল্ড করে ৩৪ রানে ফেরান এই ডানহাতি ব্যাটসম্যানকে। পরের ওভারেই আবার আঘাত হানেন শুভাগত। ছয়ে ব্যাট করতে নামা সৈকত আলিকে শূন্য রানে বোল্ড করেন তিনি।


এরপর আসা যাওয়ার মধ্যে থাকে ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৬৬ রানে থেকে যায় তাঁদের দ্বিতীয় ইনিংস। সেই সুবাদে এক ইনিংস এবং ১৬১ রানের ব্যবধানে জয় তুলে ঢাকা বিভাগ।


ঢাকার হয়ে দুর্দান্ত বোলিং করেন তাইবুর রহমান। ১০.২ ওভার করে ৩১ রান দিয়ে তুলে নেন চার উইকেট। এছাড়া মোশাররফ হোসেন তিনটি এবং শুভাগত হোম দুইটি উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোরঃ


ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ৫৯/৮ ডিঃ (২৯.৩ ওভার); (আশরাফুল ১৪; সালাউদ্দিন শাকিল ৪/১৫)


ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৩৮৬ অল আউট (১১৩.২ ওভার); (শুভাগত ১০৬, রনি ৮৬; সৈকত ৪/২১); লিডঃ- ৩২৭


ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ১৬৬ অল আউট (৫৫.২ ওভার); (সাদমান ৬৬, আশরাফুল ৩৪; তাইবুর ৪/৩১, মোশাররফ ৩/৩৪)


ফলাফলঃ এক ইনিংস এবং ১৬১ রানে জয়ী ঢাকা বিভাগ।


ঢাকা মেট্রো একাদশঃ


মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, শামসুর রহমান, আরাফাত সানি, সৈকত আলি, শাদমান ইসলাম, আসিফ হাসান, শহিদুল ইসলাম, কাজি অনিক, মোহাম্মদ নাইম, জাবিদ হোসেন।  


ঢাকা বিভাগ একাদশঃ


রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, নাদিফ চৌধুরি, মোশাররফ রুবেল, তাইবুর রহমান, সাইফ হাসান, শাকিল হোসেন, আব্দুল মজিদ, সালাউদ্দিন শাকিল, সুমন খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball