জুনায়েদের পর ফরহাদ-জহুরুলে ভর রাজশাহীর
ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর প্রথম ইনিংসঃ ৩৬৬/১০ (১৩৩.৩ ওভার); (নাইম ৮৯, রাকিন ৭৯; সানজামুলের ৭/৬৯)
রাজশাহী প্রথম ইনিংসঃ ১১৬/৩ (৬৭ ওভার) (ফরহাদ ৪০* ; রবিউল ২/৩১)
এনসিএলের পঞ্চম রাউন্ডে রংপুরকে ৩৩৬ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে রাজশাহী। সোমবার টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় স্বাগতিক রংপুর। প্রথম দিনের পর দ্বিতীয় দিন লাঞ্চের পর অলআউট হয়ে যায় তাঁরা। বর্তমানে ৬৭ ওভারে তিন উইকেটে ১১৬ রানে ব্যাটিং করছে সফরকারীরা।
জুনায়েদ-ফরহাদের জুটিঃ
নিজেদের ইনিংসের শুরুতে বিপদে পড়লেও দলকে ভাল অবস্থানে নেয়ার দায়িত্ব নিয়েছিলেন জুনায়েদ সিদ্দিকি এবং ফরহাদ হোসেন। দুইজনে ৬১ রানের জুটি গড়েছিলেন। কিন্তু তৃতীয় দিন বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি জুনায়েদ।

অর্ধশতকের দ্বারপ্রান্তে এসে ৪৮ রান করে আউট হয়ে ফিরে যান তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানকে বোল্ড করে ফেরান শুভাশিষ রয়। কিন্তু এখনও এক প্রান্ত আগলে রেখেছেন ফরহাদ। ৪০ রান করে অপরাজিত আছেন তিনি। তাঁর সাথে বর্তমানে উইকেটে রয়েছেন অধিনায়ক জহুরুল ইসলাম (১০)।
শুরুতেই বিপদে রাজশাহীঃ
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে রাজশাহী। রবিউল হকের বলে ১ রান করে উইকেটরক্ষক ধিমান ঘোষের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাব্বির হোসেন। মাইশুকুরও ৩ রান করে আউট হয়ে হন।
রংপুরের প্রথম ইনিংসঃ
৮৯ রানেই সাজঘরে ফেরেন নাইম এরপর ধিমান ৫৭ রানে ফিরলে আর কেউ দাঁড়াতে পারেনি রাজশাহীর বোলারদের সামনে। সানজামুলের বিধ্বংসী বোলিংয়ে ৩৩৬ রানে শেষ হয়ে যায় রংপুরের প্রথম ইনিংস। একাই সাত উইকেট নিয়েছেন এই স্পিনার।
রংপুরের হয়ে অসাধারণ ব্যাটিং করেছেন নাইম ইসলাম। ২৬৮ বল খেলে ৮৯ রান করেছিলেন তিনি। এছাড়া ওপেনার রাকিন আহমেদও ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৭৯ রান করেছেন তিনি। শেষের দিকে দারুণ ব্যাটিং দেখিয়েছেন ধিমান ঘোষ।
৫৭ রান করেছিলেন তিনি এবং সাজেদুল খেলেছিলেন ২৩ রানের ইনিংস।
রংপুর একাদশঃ
ফারদিন হাসান অনি, রাকিন আহমেদ, মাহমুদুল হাসান, নাইম ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, তানভির হায়দার, ধিমান ঘোষ, সাজেদুল ইসলাম, রকিবুল হক, শুভাশিস রয়, সঞ্জিত সাহা।
রাজশাহী একাদশঃ
জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, সফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলি, মাইশুকুর রহমান, সাব্বির রহমান, সাব্বির হোসেন, সাঞ্জামুল ইসলাম।