ব্যাটিংয়ে মোহাম্মদ আশরাফুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ৫৯/৮ ডিঃ (২৯.৩ ওভার); (আশরাফুল ১৪; সালাউদ্দিন শাকিল ৪/১৫)
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ৩৮৬/১০ (১১৩.২ ওভার); (শুভাগত ১০৬, রনি ৮৬; সৈকত ৪/২১); লিডঃ- ৩২৭
ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসঃ ১২২/২ (৪১ ওভার); (সাদমান ৬৬*, আশরাফুল ২৩*, সালাউদ্দিন ১/৯)
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে ঢাকা ডার্বি ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ঢাকা মেট্রো। বর্তমানে ৪১ ওভারে দুই উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাটিং করছে ঢাকা মেট্রো।
প্রথম দিন সবাইকে অবাক করে মাত্র ৫৯ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৩২৭ রানের লিড নেয় ঢাকা বিভাগ।
আশরাফুল-সাদমানের জুটিঃ
তৃতীয় দিনে দারুণ জুটি গড়ার পথে আছেন মোহাম্মদ আশরাফুল এবং সাদমান হোসেন। ইতিমধ্যে ৬৩ রানের জুটি গড়ে ফেলেছেন দু'জন। আশরাফুল অপরাজিত আছেন ২৩ রানে এবং ওপেনার সাদমান ব্যাট করছেন ৬৬ রানে।

শুরুতেই উইকেট ক্ষয়ঃ
দ্বিতীয় দিন শেষ সেশনে ঢাকা বিভাগের করা ৩৮৬ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে আশরাফুলরা। দলীয় ১৩ রানে সাজঘরে ফিরে যান ওপেনার মোহাম্মদ নাইম। সালাউদ্দিন শাকিল সরাসরি বোল্ড করে নাইমকে ফেরান।
এরপর ১৬ রানে শামসুর রহমানকে লেগ বিফরের ফাঁদে ফেলেন তাইবুর। ২৩.৪ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করে তাঁরা।
ঢাকার প্রথম ইনিংসঃ
দ্বিতীয় দিন সৈকত আলির দুর্দান্ত বোলিংয়ে ৩৮৬ রানে থেমে যায় ঢাকা বিভাগের প্রথম ইনিংস। শুভাগত হোম এবং তাইবুরের ১৫৭ রানের জুটির পর কেউই তেমন কোন ব্যাট হাতে প্রভাব দেখাতে পারেন নি।
শেষের দিকে ৩৯ রানের একটি ইনিংস খেলেছিলেন আব্দুল মজিদ। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেছেন শুভাগত। এছাড়া রনি তালুকদার ৮৬ এবং তাইবুর খেলেছেন ৫৬ রানের ইনিংস।
মেট্রোর হয়ে চার উইকেট নিয়েছে সৈকত এবং দুইটি করে উইকেট নিয়েছেন অনিক, সাহিদুল এবং আরাফাত সানি।
ঢাকা বিভাগের প্রথম দিনঃ
মেট্রোর ইনিংস ঘোষণার পর গতকালই (সোমবার) নিজেদের প্রথম ইনিংস ব্যাট করতে মাঠে নামে ঢাকা বিভাগ। ৫৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৭ রান নিয়ে প্রথম দিন শেষ করে ঢাকা। রনি তালুকার ৮৬ রান এবং সাইফ হাসান ৪৯ রান করে আউট হন। শুভাগত ৯ এবং তাইবুর ৪ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন।
ঢাকা মেট্রোর প্রথম ইনিংসঃ
দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মেট্রো। নিয়মিত বিরতিতে ঢাকা বিভাগের বোলারদের উইকেট বিলাতে থাকে দলটি। মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অংকের ঘরে রান নিতে সক্ষম হয়েছিলেন।
শামসুর রহমান (১১), মোহাম্মদ আশরাফুল (১৪), সৈকত আলি (১০) এই তিনেই ভর করে আট উইকেট হারিয়ে ৫৯ রানে ইনিংস ঘোষণা করে দলটি। ঢাকা বিভাগের হয়ে আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল।
তাছাড়া, সুমন খান ৩২ রান খরচে নিয়েছেন ৩ টি উইকেট। মোশাররফ হোসেন রুবেলের ঝুলিতে গেছে ১ টি উইকেট।
ঢাকা মেট্রো একাদশঃ
মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, শামসুর রহমান, আরাফাত সানি, সৈকত আলি, শাদমান ইসলাম, আসিফ হাসান, শহিদুল ইসলাম, কাজি অনিক, মোহাম্মদ নাইম, জাবিদ হোসেন।
ঢাকা বিভাগ একাদশঃ
রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, নাদিফ চৌধুরি, মোশাররফ রুবেল, তাইবুর রহমান, সাইফ হাসান, শাকিল হোসেন, আব্দুল মজিদ, সালাউদ্দিন শাকিল, সুমন খান।