অপু 'ইয়েস', রাজ্জাক 'নো'

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে ও টি-টুয়েন্টি পারফর্মেন্স দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টে তৃতীয় স্পিনার হিসেবে একাদশে জায়গাও মিলতে পারে ৫৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নাজমুল ইসলামের।
জাতীয় দলের স্পিন বোলিং কোচ সুনিল যোশি সিলেটে বাংলাদেশ দলের অনুশীলন শেষে বলেছেন, 'সাকিব না থাকায় নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট অপুকে টেস্ট স্কোয়াডে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এটা তাঁর গত এক বছর ধরে ওয়ানডে ও টি-টুয়েন্টি পারফর্মেন্সের ফল, সে সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ভাল ফর্মের সুফল পেয়েছে।'
সাদা বলের ক্রিকেটের পারফর্মেন্স দিয়ে টেস্ট দলে জায়গা পাওয়া অপু নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। কারণ দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফর্ম করে আসা অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে বিবেচনায় আনেন নি নির্বাচকরা।

১৩ টেস্ট খেলা আব্দুর রাজ্জাক, যিনি সাকিব আল হাসানের বদলী হিসেবে ঘরের মাঠে সর্বশেষ টেস্টে খেলেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি।
কিন্তু নয় মাস পর ফের ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে রাখা হয়নি প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশে সর্বোচ্চ ৫৪২ উইকেটের মালিক রাজ্জাককে। সেই জায়গায় সুযোগ মিলেছে সাদা বলের বিশেষজ্ঞ স্পিনার নাজমুল ইসলামের।
অথচ আন্তর্জাতিক ক্রিকেটে ছোট্ট ক্যারিয়ারে ১৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা অপু ওয়ানডে ক্রিকেটেই এখনও জায়গা নিশ্চিত করতে পারেননি। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আরব আমিরাতের এশিয়া কাপে ওয়ানডে অভিষেক হয়েছে তাঁর।
বিসিবির সূত্র মতে, ওয়ানডে ক্রিকেটেও টি-টুয়েন্টি বোলিং করে থাকেন ২৬ বছর বয়সী অপু। টি-টুয়েন্টির চাহিদা মত লাইন ও লেন্থে পরিবর্তন এনে বল করে থাকেন তিনি, যা সর্বদা ওয়ানডে ক্রিকেটে প্রযোজ্য নয়।
টি-টুয়েন্টির দারুণ বোলার অপুর জন্য ওয়ানডে বোলিং যখন পুরোপুরি রপ্ত হয়, সেখানে টেস্ট ক্রিকেটের সুযোগ দেয়ার মত সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের থিঙ্ক ট্যাঙ্ক। টেস্ট ক্রিকেটের বিশাল সমুদ্রে কেমন সাঁতার দিবেন অপু?
সেটা তাঁকে সুযোগ দিয়েই দেখতে চান কোচ সুনিল যোশি। তাঁর ভাষায়, 'সে টেস্ট ক্রিকেটে কেমন করে, আমরা তাঁকে সুযোগ না দিয়ে এই বিষয়ে আলোচনা করতে পারব না।'